|| ১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ১২ই জিলকদ, ১৪৪৬ হিজরি
গোলপাতার গুঁড় বিশ্ব বাজারে রপ্তানি করতে চাই হেরিটেজ বাংলাদেশ
প্রকাশের তারিখঃ ১৪ ফেব্রুয়ারি, ২০২৫
স্বপন কুমার রায় খুলনা ব্যুরো প্রধান।
সুন্দরবনের গোলপাতা গাছ থেকে রস সংগ্রহ করে গুঁড় উৎপাদন কার্যক্রম শুরু করেছে হরেটেজ বাংলাদেশ।
যার অংশ হিসেবে আজ খুলনা জেলার দাকোপ উপজেলায় প্রায় শতাধিক গাছিদের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
বাংলাদেশ এনভায়রনমেন্টাল এ্যান্ড ডেভেলপমেন্ট সোসায়িটি ও হেরিটেজ বাংলাদেশ এর সহযোগিতায় ওক্ত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ জাকির হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদফতরের অতিরিক্ত পরিচালক মোঃ রফিকুল ইসলাম।
প্রশিক্ষণে দক্ষ প্রশিক্ষক দ্বারা কিভাবে গোলপাতা গাছ থেকে রস সংগ্রহ করতে হয় তা হাতে কলমে শেখানো হয়।
হেরিটেজ বাংলাদেশ এর প্রতিনিধি মেহেরজ্জামান সবুজ বিডি২৪ কে জানান, কৃষি মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতা পেলে গোলপাতা গাছ থেকে রস সংগ্রহ করে গুঁড় উৎপাদন কার্যক্রম আরো বিস্তার ঘটানো এবং দেশের বাইরে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব।
উক্ত প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ডঃ কবির উদ্দিন আহাম্মেদ।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.