|| ২১শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৮ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে শাবান, ১৪৪৬ হিজরি
মহান শহিদ দিবস’ ও ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৫’ উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প ও শীতবস্ত্র বিতরণ
প্রকাশের তারিখঃ ১৩ ফেব্রুয়ারি, ২০২৫
নিজস্ব প্রতিবেদক ;
'মহান শহিদ দিবস' ও 'আন্তর্জাতিক মাতৃভাষা
দিবস-২০২৫' উপলক্ষে 'শ্রম কল্যাণ কেন্দ্র, চাঁদপুর' এর আয়োজনে এবং ‘বিজয়ী নারী উন্নয়ন সংস্থার’ সার্বিক সহযোগিতায় ৬০ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয় এবং শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
১৩ই ফ্রেবুয়ারি, ২০২৫খ্রি.তারিখে ‘শ্রম কল্যাণ কেন্দ্র,চাঁদপুর’ এর আয়োজনে এবং ‘বিজয়ী নারী উন্নয়ন সংস্থা’ এর সার্বিক সহযোগিতায় অসহায় দরিদ্র মানুষ এবং শ্রমিক ও তাদের পরিবারবর্গের সদস্যদের জন্য পুরানবাজারের পাল পাড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। উক্ত মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে ৬০জন রোগী চিকিৎসা সেবা গ্রহণ করেন, তাদেরকে বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়। এছাড়াও শীত বস্ত্র প্রদান করা হয়।
উক্ত ৬০জন রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন ‘শ্রম কল্যাণ কেন্দ্র, চাঁদপুর’ এর ‘মেডিকেল অফিসার’ এবং ‘আয়ন-ব্যয়ন কর্মকর্তা’ ডা. মেহেদী হাসান শুভ। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ এরশাদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), চাঁদপুর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ মাসুদ রানা, চাঁদপুর পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি রোটারিয়ান নেপাল চন্দ্র সাহা, চাঁদপুর অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক মো: আশিক খান,‘বিজয়ী নারী উন্নয়ন সংস্থার’ ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান, শিক্ষক সুকুমার বাবু, মন্দির কমিটির প্রতিনিধি সম্রাটসহ বিজয়ীর ভলেনটিয়ারবৃন্দ।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.