|| ১১ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৮শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ১৩ই জিলকদ, ১৪৪৬ হিজরি
শিক্ষার্থীদের প্রতিভা বের করে আনাই হচ্ছে শিক্ষকের কাজঃজেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন
প্রকাশের তারিখঃ ১২ ফেব্রুয়ারি, ২০২৫
মোঃ হোসেন গাজী,হাইমচর, চাঁদপুর
চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান চান্দ্রা বাজার ইয়াকুব আলী স্মারক উচ্চ বিদ্যালয়ের ৮১ তম বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতার ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ ফেব্রুয়ারি) সকালে বিদ্যালয়ের মাঠে জাতীয় পতাকা উত্তোলন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে ক্রীড়া অনুষ্ঠানের সূচনা হয়। এরপর বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে শিক্ষার্থীরা। প্রতিযোগিতা শেষে দুপুরে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন এবং বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলেদেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন।
তিনি বক্তব্যে বলেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলা, সাংস্কৃতিক ও বিতর্ক প্রতিযোগিতায় নিয়মিত হওয়া উচিত। যখনই তারা নিয়মিত হবে তখনই তাদের সুপ্ত প্রতিভা বিকশিত হবে। খেলাধুলায় সময় না দিয়ে ছেলে মেয়েরা মোবাইলে আসক্ত হয়ে আছে।
শিক্ষকদের উদ্দেশ্যে জেলা প্রশাসক বলেন, আপনারা তাড়াহুড়া করে স্কুলে আসেন একটাই উদ্দেশ্য যে ছেলে-মেয়েদেরকে ক্লাসে পড়াতে হবে। এর বাহিরে আপনাদের আর কোন দায়িত্ব নেই যে আপনারা এমনটাই অনুভব করেন। অথচ বিদ্যালয় শুধু পড়াশোনার জন্য নয়, বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের ভিতরে যে প্রতিভা আছে সেগুলো খুজে বের করার দায়িত্ব হলো শিক্ষকদের।
ডিসি বলেন, আমরা ঘুমিয়ে স্বপ্ন দেখি. সেই স্বপ্ন নয়, শিক্ষার্থীদের জেগে জেগে স্বপ্ন দেখাতে হবে। তাদেরকে পাঠ্য বইয়ের বাইরে ও সফল মানুষের গল্প শোনাতে হবে।
সভাপতিত্ব করেন এডহক কমিটির সভাপতি ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাখাওয়াত জামিল সৈকত।
বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক জাহানারা বেগমের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর শহর শাখা আমির ও জেলা দায়রা জজ আদালতের আইন কর্মকর্তা অ্যাডভোকেট মো. শাহজাহান খান, চান্দ্রা বাজার নূরীয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ এটি.এম. মোস্তফা হামিদী।
শুভেচ্ছা বক্তব্যদেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আওলাদ হোসেনসহ শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা। আনন্দঘন পরিবেশে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও আমন্ত্রিত অতিথিসহ স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.