|| ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ || ২৫শে শাবান, ১৪৪৬ হিজরি
কমলনগরে তারুণ্যের উৎসবে বিভিন্ন প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরণ
প্রকাশের তারিখঃ ১২ ফেব্রুয়ারি, ২০২৫
সিরাজুল ইসলাম কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি।
'এসো দেশ বদলাই,পৃথিবী বদলাই' এ প্রতিপাদ্যকে সামনে রেখে তরুণ্যের উৎসব -২০২৫ উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিযোগী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। বুধবার সকালে উপজেলার পরিষদ প্রাঙ্গনে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেন প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচিত্র রঞ্জন দাসের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সব্যসাচি নাথ, কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ তৌহিদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী সোহেল আনোয়ার,একাডেমিক সুপারভাইজার মাসুদ পারভেজ, উপজেলা বিএনপির আহবায়ক গোলাম কাদের, সদস্য সচিব নুরুল হুদা চৌধুরী, জামায়াতের আমির মাওলানা আবুল খায়ের, প্রেসক্লাব সভাপতি ইউছুফ আলী মিঠু, সাধারণ সম্পাদক মো ফয়েজ, গণ অধিকার পরিষদের জেলা সাধারণ সম্পাদক সার্জেন্ট সোলায়মান চৌধুরী, হাজিরহাট সরকারি মিল্লাত একাডেমির প্রধান শিক্ষক মো. সাখাওয়াত হোসেন ও চরজাঙ্গালিয়া এসসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মীর মোহাম্মদ ফারুক।
জানা যায়, আগামীর নতুন বাংলাদেশ গড়তে তরুন সমাজকে এগিয়ে নিতে সরকারের এ কার্যক্রম। এ উপলক্ষে উপজেলার প্রতিটি বিদ্যালয়ে বিজ্ঞান, বিতর্ক প্রতিযোগিতা, চিত্রাংকনসহ বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.