|| ২৭শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৩ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ || ২৭শে রমজান, ১৪৪৬ হিজরি
শারজাহস্থ স্কাইলাইন বিশ্ববিদ্যালয়-এর উদ্যোগে আয়োজিত “ডিপ্লোম্যাট কাপ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে
প্রকাশের তারিখঃ ১০ ফেব্রুয়ারি, ২০২৫
সাগর চন্দ্র স্বপন,আরব আমিরাত
শারজাহস্থ স্কাইলাইন বিশ্ববিদ্যালয়-এর উদ্যোগে আয়োজিত “ডিপ্লোম্যাট কাপ ক্রিকেট টুর্নামেন্ট,চ্যাম্পিয়নশিপ”-এর নবম আসরে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, দুবাই রানার আপ হওয়ার গৌরব অর্জন করেছে।

দুবাইতে অবস্থিত বাংলাদেশ, পাকিস্তান, ভারত, শ্রীলংকা, দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য কনসুলেট জেনারেল এ টুর্নামেন্টে অংশগ্রহণ করে। গ্রুপ পর্বে বাংলাদেশ কনস্যুলেট টিম দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তানকে পরাজিত করে সেমিফাইনালে ওঠে এবং সেমিফাইনালে যুক্তরাজ্যকে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করে। ফাইনালে প্রতিদ্বন্দিতাপূর্ণ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ রানার্স-আপ হয়। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী কনস্যুলেটের সদস্য এবং প্রবাসী বাংলাদেশীদের সমন্বয়ে বাংলাদেশ কনস্যুলেট টিম গঠিত হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মোঃ রাশেদুজ্জামান খেলোয়াড়দের মাঝে পদক ও ট্রফি বিতরণ করেন। পাকিস্তান কনস্যুলেটের হেড অফ চ্যান্সারী, স্কাইলাইন বিশ্ববিদ্যালয়ের উপ-ভাইস চ্যান্সেলর এবং পরিচালক (কমিউনিকেশন) এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.