|| ১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ১২ই জিলকদ, ১৪৪৬ হিজরি
ময়মনসিংহ বিভাগীয় টুর্নামেন্টে ময়মনসিংহ বালিকা( ফুটবল) জামালপুর বালক (ফুটবল ) চ্যাম্পিয়ন
প্রকাশের তারিখঃ ১০ ফেব্রুয়ারি, ২০২৫
মকবুল হোসেন,ময়মনসিংহ জেলা প্রতিনিধি
ময়মনসিংহ বিভাগীয় টুর্নামেন্টে জাতীয় গোল্ড ক্লাব ফুটবল টুর্নামেন্ট বালক বালিকা অনূর্ধ্ব১৭বালিকা চ্যাম্পিয়ন ময়মনসিংহ, বালক চ্যাম্পিয়ন জামালপুর। ময়মনসিংহ বিভাগীয় টুর্নামেন্টে শেরপুর জেলাকে ৫-০ গোলে হারিয়ে টানাপঞ্চম বারের মতন শিরোপা জিতলো ময়মনসিংহ বালিকা দল। অপরদিকে বালকদের ম্যাচে জামালপুর ও নেত্রকোনা ম্যাচটির ফলাফল নির্ধারণ করা হয় ট্রাইব্রেকারে। ১-১গোলে নির্ধারিত সময় শেষ হলে তাই বেকারে ৫-৪গোলে শিরোপা নিশ্চিত করে জামালপুর জেলা। ম্যাচ শেষ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ময়মনসিংহ বিভাগীয় অতিরক্ত কমিশনার তাহমিনা আক্তার।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.