|| ২২শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ || ২৩শে শাবান, ১৪৪৬ হিজরি
আহত ছাত্রদের হাসপাতালে দেখতে ছুটে যান তৃণমূল মঞ্চের সভাপতি অ্যাড: নজরুল ইসলাম খান
প্রকাশের তারিখঃ ১০ ফেব্রুয়ারি, ২০২৫
রবিউল আলম,গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনা যারা জড়িত তাদের সর্বোচ্চ বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন বাংলাদেশ ফ্যাসিবাদ বিরোধী তৃণমূল মঞ্চের কেন্দ্রীয় সভাপতি ও সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী এডভোকেট নজরুল ইসলাম খান।
তিনি বলেছেন, শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের যাতে সর্বোচ্চ শাস্তি হয়, সে ব্যবস্থা গ্রহন করতে হবে। তিনি আহত ছাত্রদের সাথে কথা বলে জানান,ছাত্ররা নিরাপহীনতায় ভুগছেন তাদের নিরাপদে ও সুচিকিৎসার জন্য বাড়ি যাওয়ার আগ পর্যন্ত যেন পুলিশ প্রটেকশন দেওয়া হয় এবং রাষ্ট্রের যে সকল সরকারি এজেন্সি গুলো খালি আছে সেগুলোকে যেন তাদের চাকরি দেওয়া হয় দয়া নয় তাদের যোগ্যতা অনুযায়ী যেন পুনর্বাসন করা হয়,এ দেশ ছাত্ররা স্বাধীন করেছে আমি আশা করব সরকার তাদের পর্যাপ্ত নিরাপত্তা দিবে।এসময় আহত ছাত্রদের খোঁজ-খবর নেন তিনি এ বিষয়গুলি নিয়ে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজের সহকারি পরিচালক ডাঃ মুহাম্মদ শাহীনে'র সাথে তাৎক্ষণিকভাবে সৌজন্য সাক্ষাতে চিকিৎসা সেবা নিশ্চিত ও নিরাপত্তা জোরদারের বিষয়ে কথা বলেন।
সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের দেখতে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন ফ্যাসিবাদ বিরোধী তৃণমূল মঞ্চের কেন্দ্রীয় সভাপতি ও সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী এডভোকেট নজরুল ইসলাম খান।
এর আগে গত শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে গাজীপুর মহানগরীর ধীরাশ্রম দক্ষিণখান এলাকায় সাবেক মন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল হকের বাড়ি ভাঙচুরের অভিযোগ তুলে শিক্ষার্থীদের ওপর হামলা করেছেন স্থানীয় আওয়ামী লীগ সন্ত্রাসীরা। এতে অন্তত ১৫ শিক্ষার্থী আহত হন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.