|| ২২শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ || ২৩শে শাবান, ১৪৪৬ হিজরি
আজমান নাখিল ওয়ানে বাংলাদেশী প্রতিষ্ঠান চট্টলা রেস্টুরেন্টের শুভযাত্রা
প্রকাশের তারিখঃ ১০ ফেব্রুয়ারি, ২০২৫
সনজিত কুমার শীল।
আরব আমিরাত।
সংযুক্ত আরব আমিরাত আজমান প্রদেশে নাখিল ওয়ান এলাকায় তাইবা সুপার মার্কেটের বিপরীত পাশে বাংলাদেশী প্রতিষ্ঠান চট্টগ্রাম জেলার ফটিকছড়ি থানার নানুপুর গ্রামের কিফাইত নগর আমিরাত প্রবাসী মোহাম্মদ জাফর আহমদ ও সন্তানদের নিয়ে বাংলাদেশি প্রতিষ্ঠান "চট্টলা রেস্টুরেন্ট" নামে গতকাল ৯ ই ফেব্রুয়ারি শুক্রবার ২০২৫ ইং সন্ধ্যায় ফিতা কেটে শুভ উদ্বোধন করেন। চট্টলা রেস্টুরেন্ট শুভ উদ্বোধনকালে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী আহম্মদ উল্লাহ ও ওয়াহিদুল আলম। উদ্বোধনকালে আরো উপস্থিত ছিলেন আজমান মোঃ কাদের টাইপিং ও ডকুমেন্ট সার্ভিসের স্বত্বাধিকারী মোঃ পারভেজ, তাইবা টাইপিং সার্ভিসের স্বত্বাধিকারী আব্দুর রহিম, ব্যবসায়ী মোহাম্মদ সালাউদ্দিন, মোঃ শাহাদাত হোসেন, মোহাম্মদ আনিসুর রহমান, মোহাম্মদ এনাম, মোঃ মোস্তফা, জানে আলম, জয়নাল আবেদীন, মোঃ হেলাল, জাহিদুল আলম, শিহাব উদ্দিন, জাকের ইমন সহ আরো অনেকে।
প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীরা বলেন দীর্ঘদিন এই প্রবাসে বিভিন্ন ব্যবসা-বাণিজ্যের সাথে জড়িত হয়ে আজকে নতুন একটি প্রতিষ্ঠান চট্রলা রেস্টুরেন্ট নামে শুরু করলাম। এখানে বিশেষ করে আমাদের চট্টগ্রামের ঐতিহ্যবাহী "চাটগাইয়া মেজবান" সহ রুচি সম্মত বিরানি, পোলাও, বিভিন্ন ধরনের নাস্তা সুন্দর মনোরম পরিবেশে পরিবেশন করা আমাদের দায়িত্ব। সব সময় স্বাস্থ্যসম্মত খাবারের জন্য চট্টগ্রামের চট্রলা রেস্টুরেন্ট আপনাদের পাশে থাকবে। বিভিন্ন ধরনের অনুষ্ঠানে অর্ডার এবং বিভিন্ন কোম্পানির মাসিক খাবার ও ব্যবস্থা থাকবে। ফ্রি ডেলিভারির সাথে থাকবে সাপ্তাহিক অন্ততপক্ষে ১থেকে২ দিন চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজ্জ্যাইনা খাবার। সাথে থাকবে রুচি সম্মত নানান ধরনের ভর্তা নাস্তা।
স্বত্বাধিকেরা আরো বলেন দীর্ঘদিন ধরে বাংলাদেশী প্রবাসীদের ভিসা বন্ধ থাকার কারণে অন্যান্য দেশ থেকে শ্রমিক এনে কাজ করাতে হচ্ছে। যদি বাংলাদেশী ভিসা খোলা থাকতো তাহলে বাংলাদেশীদের কর্মসংস্থান আরও বৃদ্ধি পেত সাথে সাথে রেমিট্যান্স প্রবাহ দ্রুত বেড়ে যেত। অনুষ্ঠানে আসা অতীতেরা বলেন বর্তমান বিমানের টিকেটের দাম অতিরিক্ত বৃদ্ধি পাওয়ায় সামান্য বেতনের চাকরি করা প্রবাসীরা তাদের পরিবারের কাছে যেতে চাইলে অন্ততপক্ষে পাঁচ/ছয় মাসের বেতনের পয়সা জমা রাখতে হবে। সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন প্রবাসীরা রেমিটাস যোদ্ধা। বিমানের টিকেটের দাম কমিয়ে প্রবাসীদের নাগালের মধ্যে রাখার জন্য অন্তবর্তীকালীন সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন। পরিশেষে ব্যবসা-বাণিজ্যের প্রসার এবং বিশ্ববাসীর মঙ্গল কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।।
"" আজমান নাখিল ওয়ানে চট্টলা রেস্টুরেন্টের শুভযাত্রা
মোবাইল নাম্বার 0552866029
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.