|| ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ১২ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ || ২৬শে শাবান, ১৪৪৬ হিজরি
মানবিক শওকতকে রাউজান প্রেস ক্লাবের সংবর্ধনা
প্রকাশের তারিখঃ ৮ ফেব্রুয়ারি, ২০২৫
যীশু সেন, বিশেষ প্রতিনিধি :
মানবিক শওকত হোসেন পিপিএম বেওয়ারিশ মানুষদের পাশে দাঁড়িয়ে মানবিকতার এক দৃষ্টান্ত স্থাপন করেছেন। 'মানুষ মানুষের জন্য' এই ধারণার বাস্তব উদাহরণ তিনি। শওকত হোসেন, যিনি বেওয়ারিশ চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রের প্রতিষ্ঠাতা পরিচালক, সমাজে মানবিক কাজের মাধ্যমে একটি ইতিবাচক পরিবর্তন আনার চেষ্টা করছেন। তাঁর এই কার্যক্রম সমাজে মানবিকতা প্রতিষ্ঠা এবং মানুষের প্রতি সহানুভূতির উদাহরণ হয়ে দাঁড়িয়েছে।
গতকাল শনিবার (৮ ফেব্রুয়ারি), বেলা ১২টায়, রাউজান প্রেস ক্লাব তার এই মানবিক অবদানের জন্য শওকত হোসেনকে এক সংবর্ধনা অনুষ্ঠানে সম্মানিত করে। রাউজান প্রেস ক্লাবের আয়োজনে সংগঠনের কার্যালয়ে এই অনুষ্ঠানে বক্তারা শওকত হোসেনের কাজের প্রশংসা করেন এবং বলেন, “প্রত্যেকে যদি নিজের অবস্থান থেকে মানবিক কাজে এগিয়ে আসে, তাহলে মানবিক সমাজ প্রতিষ্ঠা সম্ভব।”
এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুলতানপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আকবর চৌধুরী। তিনি শওকত হোসেনের কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন এবং বলেন, “এ ধরনের উদ্যোগ সমাজে এক নতুন দিগন্ত উন্মোচন করতে সহায়তা করবে।”
রাউজান প্রেস ক্লাবের সভাপতি এম. বেলাল উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নেজাম উদ্দিন রানার সঞ্চালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হযরত এয়াছিন শাহ পাবলিক কলেজের অধ্যাপক মো. ফারুক এবং একেএম ফজলুল কাদের চৌধুরী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. তসলিম উদ্দিন।
অনুষ্ঠানে বক্তৃতা করেন রাউজান প্রেস ক্লাবের সাবেক সভাপতি প্রদীপ শীল, সহ-সভাপতি সাহেদুর রহমান মোরশেদ, সাবেক সাধারণ সম্পাদক গাজী জয়নাল আবেদীন জুবায়ের, সহ-সভাপতি মো. হাবিবুর রহমান, নির্বাহী সদস্য কামাল উদ্দিন হাবীবি, সহ-সভাপতি যীশু সেন, যুগ্ম-সম্পাদক লোকমান আনসারী, আমির হামজা, সহ-সম্পাদক শাহাদাত হোসেন সাজ্জাদ, সাংগঠনিক সম্পাদক আবিদ মাহমুদ, অর্থ সম্পাদক আনিসুর রহমান, দপ্তর সম্পাদক রতন বড়ুয়া, এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক রয়েল দত্ত।
সবশেষে, রাউজান প্রেস ক্লাবের পক্ষ থেকে শওকত হোসেনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত সকলেই তাঁর মানবিক কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কাজের প্রচলন অব্যাহত রাখার আহ্বান জানান।
শওকত হোসেনের মতো মানুষেরা সমাজে উদাহরণ সৃষ্টি করে, যারা নিজের প্রচেষ্টায় সমাজের অসহায়, গরিব, এবং দুর্দশাগ্রস্ত মানুষদের পাশে দাঁড়িয়ে একটি মানবিক সমাজ গঠনে সাহায্য করছেন। তাঁর এই প্রচেষ্টা আরো অনেককে অনুপ্রাণিত করবে এবং সামাজিক দায়িত্ববোধের গুরুত্বকে উপলব্ধি করতে সাহায্য করবে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.