|| ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ১২ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ || ২৬শে শাবান, ১৪৪৬ হিজরি
চট্টগ্রাম জেলা প্রশাসকের সঙ্গে রাউজান প্রেসক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত
প্রকাশের তারিখঃ ৫ ফেব্রুয়ারি, ২০২৫
যীশু সেন, বিশেষ প্রতিনিধি :
গত ৪ ফেব্রুয়ারি ২০২৫ খ্রি. মঙ্গলবার বিকালে চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানমের সাথে রাউজান প্রেসক্লাব নেতৃবৃন্দের সৌজন্যে সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে রাউজান উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অফিসে। এসময়, প্রেসক্লাবের নেতৃবৃন্দ জেলা প্রশাসককে তাদের সংগঠনের বার্ষিক বর্ষপঞ্জিকা উপহার দেন।
সাক্ষাৎকালে রাউজান প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইনকিলাবের প্রতিনিধি মাওলানা এম বেলাল উদ্দীন, সাবেক সভাপতি প্রদীপ শীল, সাধারণ সম্পাদক নেজাম উদ্দিন রানা, সহ-সভাপতি হাবিবুর রহমান, সহ-সম্পাদক শাহাদাত হোসেন সাজ্জাদ, সিনিয়র সদস্য আরফাত হোসাইন এবং অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। পাশাপাশি, বৈষম্যের বিরুদ্ধে আন্দোলনকারী ছাত্র প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন এবং সরকারী কর্মকর্তারা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
জেলা প্রশাসক ফরিদা খানম এই সাক্ষাতে রাউজান উপজেলার প্রসঙ্গ তুলে বলেন, "রাউজান চট্টগ্রামের ১৫ উপজেলার মধ্যে সৌভাগ্যের অধিকারী এবং সমৃদ্ধ উপজেলা।" তিনি উল্লেখ করেন, রাউজানের প্রাকৃতিক সৌন্দর্য, সাহিত্য-সংস্কৃতি এবং সম্ভাবনাগুলি সাংবাদিকদের মাধ্যমে আরো ভালোভাবে তুলে ধরার প্রয়োজনীয়তা রয়েছে। সাংবাদিকদের এই ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি স্থানীয় সমাজের চিত্র ফুটিয়ে তুলতে সহায়তা করে।
তিনি আরও বলেন, রাউজান প্রেসক্লাবের অগ্রগতি কামনা করেন এবং সংগঠনের সাফল্য এবং কার্যক্রমের জন্য শুভকামনা জানান। জেলা প্রশাসক ফরিদা খানম রাউজান প্রেসক্লাবের উদ্যোগের প্রশংসা করেন এবং বলেন যে, সাংবাদিকদের এই ধরনের কার্যক্রম এলাকার উন্নয়ন ও সচেতনতা বৃদ্ধি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
এসময়, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জিসান বিন মাজেদ এবং সহকারী কমিশনার (ভুমি) অংছিং মারমা উপস্থিত ছিলেন এবং তারা সাংবাদিকদের সাথে এ ধরনের সৌজন্য সাক্ষাতের গুরুত্ব সম্পর্কে আলোকপাত করেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সাংবাদিকদের বিভিন্ন সহযোগিতা ও সহায়তার আশ্বাসও দেওয়া হয়।
এ সাক্ষাতের মাধ্যমে সাংবাদিকদের ও প্রশাসনের মধ্যে সুসম্পর্ক আরও দৃঢ় হয় এবং রাউজান উপজেলার উন্নয়নমূলক কর্মকাণ্ডে সাংবাদিকদের সক্রিয় ভূমিকা গ্রহণের বিষয়ে একমত পোষণ করা হয়।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.