|| ৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৫শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ || ১০ই শাওয়াল, ১৪৪৬ হিজরি
সাপাহারে নানা আয়োজনে সরস্বতী পূজা পালন
প্রকাশের তারিখঃ ৩ ফেব্রুয়ারি, ২০২৫
রতন মালাকার, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর সাপাহারে ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা উদযাপিত হয়েছে। পূজামণ্ডপগুলোতে রবিবার ১২ টা ৩৪ মিনিটে শুরু হয়েছে পঞ্চমী তিথি সোমবার ৯টা ৫৯ পর্যন্ত তিথী থাকছে। এ সময় হিন্দু ধর্মাবলম্বীরা বাণী অর্চনা ছাড়াও নানা আয়োজনে বিদ্যার দেবী শ্রী শ্রী সরস্বতীকে স্মরণ করেন।
হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম এ প্রধান উৎসবকে ঘিরে সাপাহার নিশ্চিন্ত পুর বারোয়ারি বাজার মন্দিরে ছিল ধর্মীয় আমেজ। রাজহাঁসে বসে বিদ্যা ও জ্ঞানদাত্রী দেবী আসেন এ তিথীতেই। উপজেলার বিভিন্ন হিন্দু ধর্মের প্রতিষ্ঠানে ও অস্থায়ীভাবে তৈরি মণ্ডপে এ অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানমালায় ছিল পুষ্পাঞ্জলি প্রদান, প্রসাদ বিতরণ, ধর্মীয় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, আরতি ও আলোকসজ্জা।
হিন্দু ধর্মগুরুরা বলেন, প্রতিবছর মাঘ মাসের শুক্ল পক্ষের পঞ্চমী তিথিতে শ্বেতশুভ্র কল্যাণময়ী বিদ্যাদেবীর আবাহন করা হয়। ঢাক-ঢোল-কাঁসর আর শঙ্খধ্বনিতে মুখরিত হয়ে উঠে উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ।
পূজা উপলক্ষ্যে পঞ্চমী তিথি শুরু হওয়া থেকেই মন্ডপ গুলোর চত্বর মুখরিত হয়ে উঠে ভক্তদের পদচারণা।পরিবারের সদস্যদের নিয়ে পুষ্পাঞ্জলি নিতে আসেন হিন্দু ধর্ম অবলম্বীরা এবার সুষ্ঠ পূজা পালন করা হয়েছে ।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.