|| ৩রা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৮ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ || ৩রা রমজান, ১৪৪৬ হিজরি
ডা শাহ আলম তালুকদারের মতবিনিময় কালিহাতীতে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী
প্রকাশের তারিখঃ ৩০ জানুয়ারি, ২০২৫
দেবাশীষ কর্মকার: টাঙ্গাইল জেলা প্রতিনিধি
টাঙ্গাইলের কালিহাতী রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে সাংবাদিকদের সাথে ১৩৩ টাঙ্গাইল ০৪ কালিহাতী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ড্যাব নেতা অধ্যাপক ডা. শাহ আলম তালুকদার এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ গেট সংলগ্ন রিপোর্টার্স ইউনিটির অস্থায়ী কার্যালয়ের এ সভা অনুষ্ঠিত হয়।
কালিহাতী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মনিরুজ্জামান মতিনের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনির হোসেন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ১৩৩ টাঙ্গাইল ০৪ কালিহাতী আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন প্রত্যাশী ড্যাব নেতা অধ্যাপক ডা. শাহ আলম তালুকদার।
বিশেষ অতিথি ছিলেন কালিহাতী পৌর সেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম (শহিদ)
এসময় স্বাগত বক্তব্য রাখেন কালিহাতী প্রেস ক্লাবের সাবেক সভাপতি রসিদ আহমেদ আব্বাসী।
অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন দৈনিক যুগধারা পত্রিকার সম্পাদক ও প্রকাশক হাবিবুর রহমান সরকার, কালিহাতি রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি আনিসুর রহমান শেলী, দপ্তর সম্পাদক সেলিম রেজা স্বাধীন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মমিন হোসেন, আপ্যায়ন সম্পাদক দেবাশীষ কর্মকার, সদস্য মিজানুর রহমান, এনায়েত করিম, সাদিয়াত হোসেন, নাহিদ হোসেন প্রমুখ।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.