|| ২৩শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ১০ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ২৫শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
দাকোপের খুটাখালী কোরআন হাফিজিয়া মাদ্রাসা ও জামে মসজিদের উদ্যোগে ১১তম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত
প্রকাশের তারিখঃ ২৮ জানুয়ারি, ২০২৫
স্বপন কুমার রায় খুলনা ব্যুরো প্রধান
খুলনার দাকোপের খুটাখালী দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা ও খুটাখালী বাজার জামে মসজিদের উদ্যোগে ১১ তম বার্ষিক ওয়াজ মাহফিল খুটাখালী বাজার ঈদগাহ মাঠ প্রাঙ্গনে ২৭ জানুয়ারি ২০২৫ সোমবার বাদ এশা অনুষ্ঠিত হয়েছে।উক্ত মাহফিলে অত্র মসজিদের ইমাম মুফতী ইয়াসিন আরাফাত এর সভাপতিত্বে প্রধান বক্তা মুফতী সৈয়দ মাকসুদুল হক ফরিদপুরী, মুহাদ্দিস গওহর ডাঙ্গা মাদ্রাসা, টুংঙ্গিপাড়া গোপালগজ্ঞ ও খতিব উত্তর শাহজাহান পুর আমতলা জামে মসজিদ ঢাকা। ,বিশেষ বক্তা খতিব সভার প্রাইম হাসপাতাল জামে মসজিদ ঢাকা এর হাফেজ মাওলানা আব্দুর রহিম গোপালগজ্ঞ, মহা পরিচালক কমলাপুর মাদ্রাসা,পাইকগাছাখুলনা,এর পীর কামেল আলহাজ্ব মাওঃ আকবর হুসাইন,মুহতামিম হরিদাসকাঠি আনোয়ারু উলুম কউমী মাদ্রাসা পাইকগাছা খুলনা ও পরমর্শদাতা,খুটাখালী দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা এর মূফতী আজাহারুল ইসলাম(দাঃবাঃ)।আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির সাবেক আহবায়ক আলহাজ্ব আমীর এজাজ খান, উপজেলা বিএনপির যুগ্মআহবায়ক দীপক কুমার সরদার ,লাউডোব ইউনিয়ন বিএনপি সভাপতি তপন মন্ডল,কানু শেখ,সার্বিক তত্বাবধনে মাহফিল আয়োজক কমিটির সভাপতি মনিরুল ইসলাম খান মাহফিল আয়োজক কমিটির ,সাধারন সম্পাদক আলামীন হোমেন রিংকু।
আয়োজনে যুক্ত ছিলেন স্থানীয় যুবসমাজ নিজাম উদ্দীন,বাবলু গাজী,হেমায়েত হাওলাদার, রাজু হাওলাদার,রনি শেখ ,হাফিজুল শেখ,পাপ্পু সাহা, ইমন,বনি,সোহাগ দাস, ,সাব্বির,সুরজিত,,মজিদ,
,,সাকাৎশেখ,নুরইসলাম, আলমসহ এত্র এলাকার মুসলিম উম্মাহ। অনুষ্ঠানে বিশেষ আকর্ষন হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান করা হয়।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.