|| ২৩শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ১০ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ২৫শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
মিরসরাইয়ে বারইয়ারহাট পৌরসভা বিএনপি নেতাদের ৩১ দফার লিফলেট বিতরণ
প্রকাশের তারিখঃ ২৬ জানুয়ারি, ২০২৫
মিরসরাই(চট্টগ্রাম)প্রতিনিধিঃ মিরসরাই উপেলার বারইয়ারহাট পৌরসভা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা দাবি সংবলিত লিফলেট বিতরণ করা হয়েছে।
রবিবার (২৬ জানুয়ারি) সকালে বারইয়ারহাট পৌরসভার ট্রাফিক মোড়ে পথসভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও মিরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল আমিন চেয়ারম্যান।
পথসভা শেষে বারইয়ারহাট পৌরসভা বিএনপির আহবায়ক দিদারুল আলম মিয়াজীর সার্বিক তত্বাবধানে বারইয়ারহাট পৌর বাজারের বিভিন্নস্তরের মানুষের হাতে লিফলেট তুলে দেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও মিরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল আমিন চেয়ারম্যান।
এসময় বারইয়ারহাট পৌরসভা, হিঙ্গুলী ইউনিয়ন, করেরহাট ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
বক্তারা বলেন, ১৩ জুলাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা লিফলেট বিতরণ করছি। তারেক রহমান জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সংবিধান সংস্কার, জাতীয় সমন্বয় কমিশন, অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালুসহ জনগণের আকাঙ্খা পূরণে ৩১ দফা দাবি উত্থাপন করেছেন। সেই দাবি জনগণের মধ্যে পৌছে দেয়া দরকার। বিএনপির নেতা-কর্মীদের নিয়ে সেই দাবি জনগণের কাছে পৌছে দেওয়া হচ্ছে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.