|| ২৭শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৩ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৭শে রজব, ১৪৪৬ হিজরি
আমিরাতে বিশাল সিআইপি সংবর্ধনা অনুষ্ঠানে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব
প্রকাশের তারিখঃ ২৬ জানুয়ারি, ২০২৫
সনজিত কুমার শীল।
আরব আমিরাত।
সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশী কমিউনিটির উদ্যোগে গতকাল ২৪শে জানুয়ারি ২৫ইং আজমানে ৫২ জন সিআইপিদের অ্যাওয়ার্ড প্রদানের আয়োজন করা হয়। উদযাপন কমিটির আহ্বায়ক দুবাইস্থ বাংলাদেশ সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব ইয়াকুব সৈনিকের সভাপতিত্বে কামরুল হাসান জনি ও রোমানা বর্ণীর যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তবর্তী কালীন সরকারের যুব ক্রীড়া ও স্থানীয় সরকার পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের মান্যবর রাষ্ট্রদূত তারেক আহমেদ, দুবাই কনসূলেটের কনসাল জেনারেল মোহাম্মদ রাশেদুজ্জামান। আজমান রাজ পরিবারের সদস্য শেখ মোহাম্মদ সাইদ রাশেদ হুমাইদ আল নুয়াইমী।এতে আরো উপস্থিত ছিলেন উদযাপন কমিটির প্রধান সমন্বয়ক বিশিষ্ট কমিউনিটি নেতা প্রকৌশলী সালাউদ্দিন, কমিউনিটি নেতা মীর কামাল।
কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা এবং দুই দেশের জাতীয় সংগীত পরিবেশন করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শিবলী আল সাদিক, রেমিটেন্স বিষয়ে বক্তব্য দেন টেপ টেপ সেন্টের হেড অফ গ্রোথ (বাংলাদেশ) সুদর্শন শুভাশীষ দাস।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আমানুল কিবরিয়া, বাংলাদেশ সমিতির শারজা সাবেক সভাপতি হাজী শরাফত আলী, জনতা ব্যাংকের সিইও মোহাম্মদ কামরুজ্জামান,বিশেষ সম্মাননা প্রদান করা হয় বাংলাদেশ সমিতির শারজা'র ভাইস প্রেসিডেন্ট ব্যবসায়ী শাহাদাত হোসেনকে। অনুষ্ঠানে আসা আমদানি ও রপ্তানির ক্ষেত্রে বিশেষ অবদানে সম্মান প্রদান করা হয় প্রবাসী সিআইপিদের। যারা প্রবাস থেকে অল্প বেতনে চাকরি করে পরিবারের কাছে রেমিটেন্স পাঠায় তাদের প্রতি সম্মান প্রদর্শন করা হয়।
জুলাই বিপ্লবে প্রবাসীদের আত্মত্যাগের প্রতি সম্মান প্রদর্শন করে বক্তব্য রাখেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন অন্তবর্তী সরকার প্রবাসীদের এই অবদানের প্রতি প্রতিদান দিতে প্রস্তুত। তিনি আরো বলেন ৫ই আগস্ট এর পূর্বে বাংলাদেশের ছাত্র জনতার আন্দোলনকে যারা বিভিন্নভাবে বেগবান করেছেন তাদের প্রতি আজ আমরা কৃতজ্ঞ। তিনি আরো বলেন প্রবাসীদের কথা চিন্তা করে প্রবাসীদের জন্য নতুন নতুন পদক্ষেপ নেওয়া শুরু হয়েছে। প্রবাসীদের পাসপোর্ট দ্রুতভাবে পৌঁছানোর ব্যবস্থা করা হয়েছে। প্রবাসীদের ভোটাধিকারের ব্যাপারে আমরা চিন্তাভাবনা করে যাচ্ছি। আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস প্রবাসীদের জন্য এয়ারপোর্টে ভিআইপি লাউঞ্জের ব্যবস্থা করেছেন। এয়ারপোর্টে প্রবাসীদের হয়রানি যেন না করা হয় সেই ব্যাপারে সুদৃষ্টি রেখেছেন। অনুষ্ঠানে আমিরাতে সার্ক সংগঠনের সংবাদকর্মী, বাংলাদেশ বিমানের কর্মকর্তা, বিভিন্ন মিডিয়ায় কর্মরত সংবাদকর্মী, বিভিন্ন প্রদেশ থেকে আসা বিভিন্ন সামাজিক ও কমিউনিটির ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়ে স্থানীয় শিল্পীদের নিয়ে মনোমুগ্ধকর নৃত্য এবং গান পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি হয়।।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.