|| ২৭শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৩ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৭শে রজব, ১৪৪৬ হিজরি
মিরসরাইয়ে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল
প্রকাশের তারিখঃ ২৫ জানুয়ারি, ২০২৫
কমল পাটোয়ারী, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর সহধর্মিণী সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ( ২৪ জানুয়ারি) বিকালে মিরসরাই উপজেলার ৭ নং কাটাছড়া ইউনিয়নের আব্দুস সাত্তার ভুঁইয়া প্রাথমিক বিদ্যালয়ে এই আয়োজন করা হয়।
৭ নং কাটাছড়া ইউনিয়নের সাবেক ছাত্রদের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শহিদুল্লাহ সভাপতিত্বে ও কাঁটাছড়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মোজাম্মেল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান এডভোকেট ওলিউল কবির ইকবাল। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি সদস্য এডভোকেট মঞ্জুর হোসেন, কাটাছড়া ইউনিয়ন বিএনপির সদস্যসচিব নুরুদ্দিন জাহিদ, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজিজুল হক চৌধুরী আফগান, সাবেক ছাত্রনেতা রহমত এলাহী সোহেল ও করিম উল্লাহ।
সভায় অন্যান্যের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শাহনেওয়াজ সুমন, সাবেক ছাত্রনেতা হুসেইন ইমন রিগান, মোজাহিদুল ইসলাম নয়ন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রবিউল হোসেন, মিরসরাই উপজেলা জিয়া সাইবার ফোর্সের সাবেক সভাপতি শিপন আহমেদ প্রমুখ।
সভায় বক্তারা সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে বর্তমান ও ভবিষ্যৎ করনীয় বিষয়ে আলোচনা শেষে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মুনাজ করা হয়।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.