|| ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ || ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ || ২২শে জিলকদ, ১৪৪৬ হিজরি
কুড়িগ্রামে মোবাইল কোর্টের অভিযানে নিষিদ্ধ ৭০ কেজি পলিথিন ব্যাগ জব্দ ও জরিমানা মোঃ হামিদুল ইসলাম
প্রকাশের তারিখঃ ২৪ জানুয়ারি, ২০২৫
মোঃ হামিদুল ইসলাম কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন,১৯৯৫ (সংশোধিত ২০১০)এর ৬(ক) ধারা ভঙ্গের অপরাধে কুড়িগ্রাম সদরের ১ টি দোকানে অভিযান চালিয়ে আনুমানিক ৭০ কেজি পলিথিন শপিং ব্যাগ জব্দ ও সতর্কতামূলক ৫ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারী) জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর কুড়িগ্রামের যৌথ উদ্যোগে শহরের বড় বাজারে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে উক্ত ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
ভ্রাম্যমান আদালতে নেতৃত্ব প্রদান করেন কুড়িগ্রাম জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বদরুজ্জামান রিশাদ এবং প্রসিকিউশন প্রদান করেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম।এসময় ব্যাগ মজুদ, ক্রয়-বিক্রয় ও ব্যবহার না করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।
কুড়িগ্রাম পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম বলেন, পলিথিনের উৎপাদন ও ব্যবহার বন্ধে সরকার কাজ করে যাচ্ছে। সরকারের পাশাপাশি সবাইকে এ ব্যাপারে সচেতন হতে হবে। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক ।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.