|| ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ১২ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ || ২৬শে শাবান, ১৪৪৬ হিজরি
রাণীশংকৈলে সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার
প্রকাশের তারিখঃ ২৩ জানুয়ারি, ২০২৫
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামী নুরুল হুদা (৫৮) নামে একজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বুধবার (২২ জানুয়ারি) দিবাগত রাত ১২ টার পর উপজেলার ভরনিয়া এলাকার নিজ বাড়ি থেকে পুলিশের একটি টিম তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত- নুরুল হুদা ধর্মগড় ইউনিয়নের ভরনিয়া গ্রামের মৃত শামসুল হকের ছেলে। তিনি জিআর মামলার দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী ছিলেন।রাণীশংকৈল থানার ওসি আরশেদুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে নুরুল হুদা নামে দুই বছরের সাজাপ্রাপ্ত ওই পলাতক আসামীকে গ্রেফতার করে। আসামীকে বৃহস্পতিবার ২৩ জানুয়ারি সকালে জেলা জেল হাজতে পাঠানো হয়েছে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.