|| ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৩শে রজব, ১৪৪৬ হিজরি
ফরিদগঞ্জে খাজুরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
প্রকাশের তারিখঃ ২৩ জানুয়ারি, ২০২৫
মোঃ হোসেন গাজী,হাইমচর চাঁদপুর
ফরিদগঞ্জ উপজেলার ৬ নং গুপ্টি পশ্চিম ইউনিয়নের খাজুরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় এর বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ২৩ জানুয়ারি দুই দিনব্যাপী বিদ্যালয় এর মাঠে ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিকালে পুরষ্কার বিতরন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কে মোহাম্মদ আলী জিন্না। খাজারিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শওকত আলীর সভাপতিত্বে সহকারী শিক্ষক মোঃ মুজিবুর রহমানের সঞ্চালনায় আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন ৬ নং গুপ্টি পশ্চিম ইউনিয়ন বিএনপির সভাপতি আব্বাস উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম কিরন, সাবেক সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য আসাদুজ্জামান কালু, বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য মাসুদ মিজি মামুন। বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে ক্রীড়া শিক্ষক লিটন চন্দ্র সাহা মাঠে খেলা পরিচালনা করেন।
বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, রাজনৈতিক ও সুধিমহল উপস্থিত ছিলেন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.