|| ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৩শে রজব, ১৪৪৬ হিজরি
আগামীকাল আমিরাতে সংবর্ধিত হতে যাচ্ছে ৫২ জন রেমিট্যান্স যোদ্ধা
প্রকাশের তারিখঃ ২৩ জানুয়ারি, ২০২৫
সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৪-২৫ সালে নির্বাচিত সিআইপিদের সংবর্ধনা অনুষ্ঠান আগামীকাল শুক্রবার সন্ধ্যা আজমান উইমেন অ্যাসোসিয়েশন হল-এ। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আজমান রাজ পরিবারের সদস্য শেখ মোহাম্মদ সাঈদ রাশেদ হোমাইদ আল-নোয়াইমী।
এ অনুষ্ঠানে বরণ করে নেওয়া হবে আমিরাতে বাংলাদেশ সরকারের নবনিযুক্ত রাষ্ট্রদূত তারেক আহমেদ ও দুবাইয়ে বাংলাদেশ দুবাই কনস্যুলেটের নবনিযুক্ত কনসাল জেনারেল রশেদুজ্জামানকে।
অনুষ্ঠান ঘিরে ইতিমধ্যে আরব আমিরাতে প্রবাসী বাংলাদেশীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। এ সংবর্ধনা অনুষ্ঠানকে ইতিবাচক হিসেবে দেখছেন রেমিট্যান্স যোদ্ধারা। তাদের মতে প্রবাসীরা বাংলাদেশ কমিউনিটিতে ধরনের সম্মান পেলে বৈধ পথে রেমিট্যান্স প্রেরণে দ্বিগুণ উৎসাহ বাড়বে মনে করেন তাঁরা।
ইতিমধ্যে বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে এ অনুষ্ঠানকে সফল ও সার্থক করে তুলতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। অনুষ্ঠানের সার্বিক শৃংখলায় স্থানীয় প্রশাসন সহ ৫০ জনের একটি সিকিউরিটি টিম গড়ে তোলা হয়েছে। সম্মাননা অনুষ্ঠান শেষে জমকালো সংস্কৃতি অনুষ্ঠানেরও আয়োজন রয়েছে।
বাংলাদেশ সরকার কর্তৃক নির্বাচিত বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি ছাড়াও আমিরাতে অবস্থানরত কূটনীতিক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যবসায়ী, নারীর উদ্যোক্তা সাংবাদিক এবং নানাপেশার প্রবাসী বাংলাদেশীরা উপস্থিত থাকবেন । অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহনের পর সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশ কমিউনিটির উদ্যোগে এটিই সর্ববৃহৎ আয়োজন।
অনুষ্ঠানের আহবায়ক আলহাজ্ব ইয়াকুব সৈনিক জানান, নতুন বাংলাদেশের কনসেপ্ট নিয়ে অনুষ্ঠানটি সাজানো হয়েছে। বিশেষ করে রেমিট্যান্স যোদ্ধাদের বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে অনুপ্রেরণা এবং সফল ও স্বীকৃতিপ্রাপ্ত ব্যক্তিদের সংবর্ধনার মাধ্যমে আমরা জানিয়ে দিতে চাই সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদের ঐক্যবদ্ধ প্রয়াস প্রয়োজন। এই লক্ষ্যে সকলকে বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর তাগিদ দিতে এই অনুষ্ঠানের মূল লক্ষ্য বলে জানান তিনি।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.