|| ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৩শে রজব, ১৪৪৬ হিজরি
ভূরুঙ্গামারীতে অতিরিক্ত দামে সার বিক্রি করায় ব্যবসায়ীকে জরিমানা
প্রকাশের তারিখঃ ২২ জানুয়ারি, ২০২৫
মোঃ হামিদুল ইসলাম (কুড়িগ্রাম জেলা প্রতিনিধি):
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অতিরিক্ত দামে সার বিক্রি করার দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করে বিসিআইসি অনুমোদিত ৫ সার ডিলারকে ১ লক্ষ ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ বুধবার (২২ জানুয়ারি) সকালে ভূরুঙ্গামারী সদরে অবস্থিত ওই ৫ সার ডিলারের ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে এই জরিমানা আরোপ ও তা নগদে আদায় করা হয়।
জানা গেছে, বুধবার সকালে নুর ইসলাম নামের এক কৃষক মেসার্স শহিদুল আলম ট্রেডা : এর দোকান থেকে ১ বস্তা ডিএপি সার ১৪৫০ টাকায় ক্রয় করেন। যার সরকারী নির্ধারিত মূল্য ১০৫০ টাকা। পরে ওই কৃষক উপজেলা কৃষি কর্মকর্তার অফিসে গিয়ে ওই সার দোকানের মালিক শহিদুল আলমকে ফোন করে ডিএপি সারের দাম জিজ্ঞাসা করেন। ফোনে এক বস্তা ডিএপি সারের দাম ১৪৫০ টাকা চান শহিদুল ইসলাম। এই তথ্যের সত্যতা পেয়ে উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল জব্বার তাৎক্ষণিক উপজেলা নির্বাহী অফিসারকে বিষয়টি অবহিত করেন।
পরে উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস এর নেতৃত্বে সার বিক্রেতা ৫ টি প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সারের অতিরিক্ত মূল্য রাখার দায়ে মেসার্স ঝনারধন চন্দ্র সাহা কে ৩০ হাজার টাকা, মেসার্স নিতাই চন্দ্র সাহাকে ৩০ হাজার টাকা, মেসার্স হিরালাল চন্দ্র সাহাকে ৩০ হাজার টাকা, মেসার্স সুমন ট্রেড : কে ৩০ হাজার টাকা ও মেসার্স সহিদুল আলম ট্রেড : কে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় সহকারি কমিশনার (ভূমি ) ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল জব্বার ও উপসহকারী কৃষি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
স্থানীয়দের অভিযোগ মেসার্স ঝনারধন চন্দ্র সাহা চর- ভূরুঙ্গামারী ইউনিয়ন, মেসার্স নিতাই চন্দ্র সাহা সোনাহাট ইউনিয়ন, মেসার্স হিরালাল চন্দ্র সাহা আন্ধারিঝাড় ইউনিয়ন ও মেসার্স সহিদুল আলম ট্রেডার্স তিলাই ইউনিয়নের বিসিআইসি অনুমোদিত সার ডিলার হলেও ওই সব ইউনিয়নে না গিয়ে তারা প্রত্যেকে ভূরুঙ্গামারী সদরে নিজ নিজ ব্যবসা প্রতিষ্ঠানে সার বিক্রি করেন। এতে কৃষকের অতিরিক্ত সময় ও পরিবহণ খরচ ব্যয় করতে হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস জানান, সার ব্যবস্থাপনা আইন ২০০৬ এর ১২(৩) ধারা মোতাবেক ওই ৫ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। এবং প্রত্যেক ডিলারকে নিজ নিজ ইউনিয়নে সার বিক্রির জন্য নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.