|| ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে রজব, ১৪৪৬ হিজরি
মার্চের মধ্যে বদল হচ্ছে ২৬ জেলার ডিসি
প্রকাশের তারিখঃ ২১ জানুয়ারি, ২০২৫
স্বপন কুমার রায় খুলনা ব্যুরো প্রধান।
মার্চের মধ্যে ২৬টি জেলায় জেলা প্রশাসক (ডিসি) পদে রদবদল হবে। নতুন ফিটলিস্ট তৈরিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) পদের কাজের অভিজ্ঞতার শর্ত শিথিল করা হবে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের মতে, যারা আগে বঞ্চিত হয়েছেন, তাদের যাতে নিয়োগের সুযোগ দেয়া যায়। সেজন্য এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর হাসিনা সরকারের পতন হয়। এরপর ৬৪টি জেলায় ডিসি পদে পরিবর্তন আনা হয়। তবে সেখানে অনেক আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী কর্মকর্তারাও স্থান পেয়েছিলেন বলে অভিযোগ ওঠে। এমন পরিস্থিতিতে নতুন ডিসি নিয়োগের জন্য ফিটলিস্ট প্রস্তুত করা হচ্ছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বাবুল মিঞা জানান, বর্তমানে জেলা প্রশাসক পদে ২৪ ব্যাচের ২৬ জন, ২৫ ব্যাচের ২৬ জন এবং ২৭ ব্যাচের ১২ জন কর্মকর্তা কর্মরত আছেন। ২৪ ব্যাচের কর্মকর্তাদের যুগ্মসচিব পদে পদোন্নতির ফিটলিস্ট তৈরি হচ্ছে, যার ফলে এই ব্যাচের সবাইকে মার্চের মধ্যে বদলি করার পরিকল্পনা রয়েছে। এসব জেলায় ডিসি পদে নিয়োগের জন্য ২৫, ২৭ এবং ২৮ ব্যাচের কর্মকর্তাদের ফিটলিস্ট তৈরি করা হবে।
প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা, যারা ইউএনও বা এডিসি পদে কাজ করেনি, তারাও ডিসি হতে পারবেন। তবে তাদের মাঠ প্রশাসনের কোনো না কোনো স্তরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক মোসলেহ উদ্দিন আহমেদ বলেন, যোগ্য এবং সৎ কর্মকর্তাদের নির্বাচন করে ডিসি পদে নিয়োগ দেয়া উচিত।
এছাড়া, ইউএনও এবং ডিসি পদেও পরিবর্তন আসবে বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.