|| ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে রজব, ১৪৪৬ হিজরি
নবীনগরে অস্ত্রসহ হত্যা ডাকাতি মামলার আসামি গ্রেফতার।
প্রকাশের তারিখঃ ২১ জানুয়ারি, ২০২৫
মোঃ জাবেদ আহমেদ জীবন
নিজেস্ব প্রতিনিধি
নবীনগরে ২১/১/২৫ ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপারের দিকনির্দেশনায় নবীনগর থানা অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাকের নেতৃত্বে নবীনগর থানা পুলিশ জিনোদপুর ইউনিয়নের চারপাড় গ্রামের দুলাল মিয়ার ছেলে শাহাবুদ্দিনকে তার বাড়ি থেকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করেন। পুলিশ সূত্রে জানা যায় শাহাবুদ্দিনের বিরুদ্ধে নবীনগর থানায় হত্যা,ডাকাতি, চুরি, পুলিশকে আক্রমণ সহ পাঁচটি মামলা রয়েছে। নবীনগর থানা পুলিশ ইতিপূর্বে বহুবার চেষ্টা করেও আসামি শাহাবুদ্দিনকে ধরতে ব্যর্থ হয়। শাহাবুদ্দিনকে আটক করলে তার নিকট দুটি দেশীয় তৈরি ২ বন্দুক,২রাউন্ড কার্তুজ তিনটি ল্যাপটপ একটি সিপিও ও একটি প্রজেক্টর উদ্ধার করে। জানা যায় গত ১০-১৫ দিন আগে বাঙ্গরা এবাদুল করিম বুলবুল উচ্চ বিদ্যালয় থেকে স্কুলের কম্পিউটার ল্যাপটপ ও প্রজেক্টর চুরি হয়। নবীনগর থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক জানান উদ্ধারকৃত এসব কম্পিউটার ল্যাপটপ প্রজেক্টর বাঙ্গরা এবাদুল করিম বুলবুল উচ্চ বিদ্যালয় থেকে চুরি হওয়া মালামাল। নবীনগর থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক জানান ধৃত আসামির বিরুদ্ধে নবীনগর থানায় একাধিক মামলা রয়েছে, তাকে আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হবে, রিমান্ড শেষে তার কাছ থেকে বিস্তারিত তথ্য জেনে পরবর্তীতে জানানো হবে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.