|| ২৫শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ || ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ || ২৭শে জিলকদ, ১৪৪৬ হিজরি
ঠাকুরগাঁও গড়েয়ার দরিদ্র কৃষকের ছেলে এহসানুল মাহাবুব জুবায়ের মেডিকেলে চান্স পেয়েছেন
প্রকাশের তারিখঃ ২১ জানুয়ারি, ২০২৫
ঠাকুরগাঁও গড়েয়ার দরিদ্র কৃষকের ছেলে এহসানুল মাহাবুব জুবায়ের মেডিকেলে চান্স পেয়েছেন
মাজেদুর রহমানঃ ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়ার এহসানুল মাহাবুব জুবায়ের মেডিকেল পরিক্ষায় ৩৬৬ স্থানে উত্তীর্ন হয়ে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে লেখা পড়া করার চান্স পেয়েছেন।

এহসানুল মাহাবুব জুবায়েরের পিতাঃ আহসান হাবিব (বকুল), মাতাঃ জাকিয়া খাতুন, গ্রাম- গড়েয়া ঢাঙ্গীপুকুর ১নং ওয়াড, থানা ও জেলাঃ ঠাকুরগাঁও। তাদের একটি ছেলে ও একটি মেয়ে শাপলা সে এবার গড়েয়া ইসলামী একাডেমী থেকে এস,এস, সি পরিক্ষার প্রস্তুতি নিচ্ছে।
তার বাবা সাংবাদিকদের জানান, আমার ছেলে এহসানুল মাহাবুব জুবায়ের প্লে থেকে তৃতীয় শ্রেণি গড়েয়া ইসলামী একাডেমীতে লেখাপড়া করে এবং ৪ র্থ থেকে ৫ম শ্রেণি গড়েয়া ফাজিল মাদ্রাসায় এর পর ৬ষ্ট থেকে দশম শ্রেণি পর্যন্ত কাঠগড় রাজাপুকুর দাখিল মাদ্রাসা থেকে দাখিল (এস,এস,সি) পরিক্ষায় রংপুর বিভাগের মধ্যে মেধা তালিকায় চতুর্থ স্থানে গোল্ডেন প্লাস পায়। এরপর গাজীপুর টঙ্গী থানার তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসা থেকে আলিম বা এইচ,এস,সি পরিক্ষায় গোল্ডেন প্লাস পেয়ে ঢাকা ফার্মগেট রেটিনা কোচিং সেন্টারে কোচিং করে মেডিকেল পরিক্ষায় ৩৬৬ স্থান পায়।
তিনি আরও জানান, তার বাড়ি ভিটা ২৫ শতাংশ জমি ছাড়া আর কোন আবাদি জমি নেই, অন্যের জমি চুক্তিতে আবাদ করে এবং একটি নন এমপিও মাদ্রাসায় সহকারী মৌলভী শিক্ষক হিসেবে আছেন।
এহসানুল মাহাবুব জুবায়ের এর বাবা বলেন আমার ছেলে যেন ভালোভাবে ডাক্তারি লেখা পড়া করে ভালো ডাক্তার হয়ে এলাকার ও দেশের জনগণের সেবা করতে পারে সকলে আমার সন্তানের জন্য দোয়া করবেন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.