|| ২২শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ || ২৩শে শাবান, ১৪৪৬ হিজরি
কুড়িগ্রামে ভ্রাম্যমান আদালতের অভিযান; ৩ ইটভাটাকে ৩ লক্ষ টাকা জরিমানা
প্রকাশের তারিখঃ ২০ জানুয়ারি, ২০২৫
মোঃ হামিদুল ইসলাম
কুড়িগ্রাম জেলা প্রতিনিধি,
ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন,২০১৩ (সংশোধিত ২০১৯) লঙ্ঘনের অপরাধে ভ্রাম্যমান আদালতের অভিযানে উত্তরের জেলা কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় ৩টি ইটভাটার কর্তৃপক্ষকে ৩ লক্ষ টাকা জরিমানা ধার্য পূর্বক আদায় করা হয়েছে।
সোমবার (২০ জানুয়ারি) ভুরুঙ্গামারী উপজেলা প্রশাসন ও কুড়িগ্রাম জেলা পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে উক্ত ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়।
এসময় উক্ত আইনের ৫(১) ধারা ভঙ্গ করে ইট প্রস্তুত করার উদ্দেশ্যে মাটি সংগ্রহ করে ইটের কাঁচামাল হিসেবে ব্যবহার করার অপরাধে উপজেলার আইকুমারীভাতিতে অবস্থিত মেসার্স টি এম এইচ ব্রিকস নামক ইটভাটা কর্তৃপক্ষকে ১ লক্ষ টাকা, পাইকেরছড়ায় অবস্থিত মেসার্স মুন ট্রেডার্স নামক ইটভাটা কর্তৃপক্ষকে ১ লক্ষ এবং গছিডাঙ্গায় অবস্থিত মেসার্স ফ্রেন্ডস ট্রেডার্স নামক ইটভাটা কর্তৃপক্ষকে ১ লক্ষ টাকা করে সর্বমোট ৩টি ইটভাটাকে ৩ লক্ষ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় ও কৃষিজমির মাটি ভাটায় ব্যবহারে সতর্ক করা হয়।
ভ্রাম্যমান আদালতে বিচারিক দায়িত্ব পালন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ তাহমিদুল ইসলাম এবং প্রসিকিউশন প্রদান করেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম।
পরিবেশ সুরক্ষা ও বায়ু দূষণ নিয়ন্ত্রণে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.