|| ২৩শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ১০ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ২৫শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
কালিহাতীতে তারণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে এআই প্রশিক্ষণ কর্মসূচি পালন
প্রকাশের তারিখঃ ১৪ জানুয়ারি, ২০২৫
দেবাশীষ কর্মকার টাঙ্গাইল জেলা প্রতিনিধি।
তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ এসো দেশ বদলাই পৃথিবী বদলাই এই স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের কালিহাতিতে কালিহাতি উপজেলা প্রশাসনের আয়োজনে ও কালিহাতি উপজেলা মিডিয়া অ্যান্ড আইটি সেন্টারের বাস্তবায়নে ১৩/১/২৫ খ্রিস্টাব্দ সোমবার সকাল ১১ ঘটিকায় কালিহাতী উপজেলা হলরুম প্রাঙ্গনে কালিহাতী নির্বাহী অফিসার শাহাদাত হুসাইন এর সভাপতিতে তরুণ তরুণীদের তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে বিনামূল্যে বেসিক কম্পিউটার ও আইটি
ফিশিয়াল ইন্টেলিজেন্ট এ আই বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি পালন করা হয়েছে সে সময় আরো উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের অফিসার বৃন্দ, কালিহাতী আর এস পাইলট উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোহাম্মদ মিজানুর রহমান তালুকদার, ফাতেমা হালিম উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোঃ হামিদুল রহমান সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক শিক্ষক-শিক্ষিকা ছাত্র-ছাত্রী তরুণ তরুণী সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ তারুণ্যের উৎসব থেকে ছাত্র-ছাত্রীদের শেখানো হয় এআই প্রশিক্ষণে কম্পিউটার ও আইটিফিশিয়াল ইন্টেলিজেন্ট এর মাধ্যমে দেশকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে হবে পরে এক প্রশ্নের জবাবে দৈনিক বাংলার অধিকার কে কালিহাতী উপজেলার নির্বাহী অফিসার শাহাদাত হুসাইন বলেন তারুণ্যের উৎসব থেকে তরুণ তরুণী ছাত্র-ছাত্রী শিক্ষক শিক্ষিকা সহ সবাই যেন এই তথ্য প্রযুক্তি থেকে আধুনিক শিক্ষা লাভ করে নিজের এবং দেশ মাতৃকা ও সমাজের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে পারে এই জন্য এই কর্মসূচির আয়োজন করা হয়েছে এ ধরনের কর্মসূচি প্রতিনিয়ত অব্যাহত থাকবে বলেও আশা প্রকাশ করেন তিনি
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.