|| ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৫ই রজব, ১৪৪৬ হিজরি
লৌহজংয়ে অতর্কিত হামলায় বৃদ্ধ আহত
প্রকাশের তারিখঃ ১৩ জানুয়ারি, ২০২৫
লৌহজংয়ে অতর্কিত হামলায় বৃদ্ধ আহত
মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার খিদিরপাড়ায় পূর্ব শত্রুতার জের ধরে হামলার ঘটনা ঘটেছে।এ ঘটনায় আব্দুর রাজ্জাক শেখ (৬৫)নামে এক বৃদ্ধ আহত হয়েছে।আহত রাজ্জাক শেখ উপজেলার খিদির পাড়া ইউনিয়ন এ-র মালনী গ্রামের বাসিন্দা।স্থানীয় রা তাকে উদ্ধার করে লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করে।
এ ঘটনায় ভুক্তভোগী রাজ্জাক শেখ বাদী হয়ে একই গ্রামের ১৩ জনের নাম উল্লেখ করে লৌহজংয় থানায় ,হাজী বারেক মোল্লার ছেলে জাহাঙ্গীর মোল্লা,রুহুল আমিন (৫৬),জুলহাস শেখ (৪৫),মিজান (৪০), দুলাল (৩৫), কাদির বেপারী (৫৫),রুবেল (৩২), ফয়সাল বেপারী (২৭),সামছুল হক (৬০),জয়নাল হালদার (৬৮), বিল্লাল মোল্লা (২৭), আবুল কালাম (৫০), সুজন হাওলাদার (৩৫)। আবুল কালাম (৫০) কে বিবাদী করে লিখিত অভিযোগ করেন।
এবিষয়ে ভুক্তভোগী রাজ্জাক শেখ বলেন গত শুক্রবার ১০ই জানুয়ারি জুম্মার নামাজ শেষে সাবেক ইউপি চেয়ারম্যানের মায়ের মৃত্যু বার্ষিকী উপলক্ষে আমাদের গ্রামের মসজিদে দোয়ার আয়োজন করা হয়,সেখানে আমি মিস্টি বিতরণে সহযোগিতা করছিলাম সেখানে।আমি মসজিদের মিস্টি বিতরন করার কারনে তারা আমার উপর ক্ষিপ্ত হয়।নামাজ ও মিলাদ শেষে দুপুর অনুমানিক ০২.৪৫ ঘটিকার আমি মসজিদ থেকে বের হয়ে বাসায় যাওয়ার পথে মালনী জামে মসজিদের দোকানের পূর্ব পাশে ইসমাইলের মুদি দোকানের সামনে পৌঁছানো মাত্রই আমার উপর তারা হামলা করে আমাকে মার ধর করে।খবর পেয়ে আমাকে রক্ষা করার জন্য আমার ভাই মহি উদ্দিন ও ভাগিনা শফিউল, ফারুক এগিয়ে আসলে তারা তাদের কেও মার ধর করতে থাকে, আমাদের ডাক চিৎকারে আশে পাশের লোকজন এগিয়ে আসলে তারা হুমকি দিয়ে চলে জায়,পরবর্তী তে আমরা লৌহজং স্বাস্থ্য কমপ্লেক্স এ চিকিৎসা নেই।
এ বিষয়ে লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুন অর রশিদ বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যাবস্থা নেয়া হবে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.