|| ১৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ২রা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ১৭ই শাওয়াল, ১৪৪৬ হিজরি
বহির্বিশ্বে বাংলাদেশ নিয়ে চলমান মিসইনফরমেশন ও ডিসইনফরমেশন ঠেকাতে কমিউনিটি সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ : শফিকুল আলম
প্রকাশের তারিখঃ ১২ জানুয়ারি, ২০২৫
মামুন মাহিন,বিশেষ প্রতিনিধি
ফ্রান্সে অবস্থানরত বাংলাদেশি বংশোদ্ভূত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় ভার্চুয়ালি উপরোক্ত কথা বলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
তিনি আরও বলেন, ফ্রান্স ইউরোপের অন্যতম গুরুত্বপূর্ণ দেশ। ফরাসি মূলধারার গণমাধ্যমের সাথে স্থানীয় বাংলাদেশ কমিউনিটির সাংবাদিকেরা সংযোগ তৈরী করে দেশের ভাবমূর্তি বাড়াতে ভূমিকা রাখতে পারে।
শুক্রবার প্যারিসের একটি হলে অনুষ্টিত এ সভায় উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক ও দৈনিক নয়াদিগন্ত পত্রিকার ফ্রান্স প্রতিনিধি মাহবুব হোসাইন, সিনিয়র সাংবাদিক ও ডিআরইউ'র সাবেক অর্থ সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান, বাংলাদেশ প্রতিদিনের ফ্রান্স প্রতিনিধি মোসাদ্দেক হোসেন সাইফুল, বাংলা টেলিগ্রাম সম্পাদক শাহ সুহেল আহমেদ, ফ্রান্স টুয়েন্টিফোরের সাংবাদিক মোহাম্মদ আরিফ উল্লাহ, সিনিয়র সাংবাদিক নাজমুল আহসান রাজু, এনটিভি ইউরোপের ফ্রান্স প্রতিনিধি আবুল কালাম মামুন, টাইম টেলিভিশনের ফ্রান্স প্রতিনিধি অনুক্ত কামরুল, সাংবাদিক মোমিন আনসারি, বাংলা ভিশনের ফ্রান্স প্রতিনিধি ইয়াছির আরাফাত খোকন, দৈনিক আলোকিত সকালের বিশেষ প্রতিনিধি মামুন মাহিন, সাংবাদিক তানভীর আহমেদ তোহা এবং দেশ প্রতিদিনের ফ্রান্স প্রতিনিধি সাইফুল ইসলাম।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.