|| ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ || ১২ই রজব, ১৪৪৬ হিজরি
নবীনগরে অসহায় পরিবারের সম্পত্তি দখলের চেষ্টা, সংবাদ সম্মেলন,
প্রকাশের তারিখঃ ১২ জানুয়ারি, ২০২৫
মোঃ জাবেদ আহমেদ জীবন
নবীনগর উপজেলা ব্রাহ্মণবাড়ীয়া প্রতিনিধি
নবীনগরে অসহায় পরিবারের সম্পত্তি দখলের চেষ্টা প্রভাবশালী মহলের, প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী।,
ব্রাহ্মণবাড়ীয়া জেলার নবীনগর পৌরসভার দোলাবাড়ী ঋষি পাড়ার ৮ নং ওয়ার্ডের আর্চনা ঋষি ও তার স্বামী ব্রজলাল ঋষি ছেলে ও বোন জামাই কে সাথে নিয়ে তার জায়গা জমি জোর করে দখল করতে মরিয়া হয়ে রয়েছে একই এলাকার একটি প্রভাবশালী মহল,
তা থেকে মুক্তি পেতে আইনশৃঙ্খলা বাহিনী সহ উপজেলা নির্বাহী কর্মকর্তার সহযোগিতা চেয়ে ১২ ই জানুয়ারী নবীনগর রিপোর্টার্স ক্লাবে সংবাদ সম্মেলন করেন।
ওক্ত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের সদস্যরা উপস্থিত হয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
এ সময় লিখিত বক্তব্যে আর্চনা ঋষি জানান আজ থেকে পনের বছর যাবত একই এলাকার প্রভাবশালী মহল আমার জায়গা জমি জোর করে দখল করতে আমার পরিবারের সদস্যদের উপর হামলা ও মারধর করছেন কালিপদ ঋষি, পলাশ ঋষি, সুদর্শন ঋষি, জীবন ঋষি, সুকলাল ঋষি, গংরা। এ নিয়ে কয়েক দফা সভা হলে ও তা মানেন না ঐ প্রভাবশালী মহল, এরা মন্দিরের নাম করে আমাদের কে ভিটে ছাড়া করার পাইতারা করছেন,আমরা অসহায় পরিবার আমরা দেশের সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী সহ উপজেলা নির্বাহী কর্মকর্তার সহযোগিতা চাই, এ সময় ভুক্তভুগীরা আরো জানান আমাদের পরিবারের সদস্যদের এরা এক ঘরে করে রেখেছে, আমাদের সাথে কেউ কথা বললে চলাফেরা করলে তার উপরে আক্রমন করে, আমরা অসহায় মানুষ এই ভিটেমাটি ছাড়া আমাদের আর কোন জমিজমা নেই, এই প্রভাবশালী মহলের হাত থেকে আমাদের বাঁচান বলে আকুতি জানান।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.