|| ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ || ১২ই রজব, ১৪৪৬ হিজরি
কুলিয়ারচরে খেলার মাঠ পুনরুদ্ধারের দাবীতে এলাকাবাসীর ফের মানববন্ধন
প্রকাশের তারিখঃ ১২ জানুয়ারি, ২০২৫
মোঃ আলী সোহেল, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি :
কিশোরগঞ্জের কুলিয়ারচরে ভূমিদস্যুদের হাত থেকে দ্বাড়িয়াকান্দি-কান্দিগ্রামস্থ ৬৫ বছরের ঐতিহ্যবাহী খেলার মাঠ পুনরুদ্ধারের দাবীতে ফের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।
১২ জানুয়ারি রোববার দুপুরে কুলিয়ারচরস্থ দ্বাড়িয়াকান্দি বাসস্ট্যান্ডে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কে দ্বাড়িয়াকান্দি-কান্দিগ্রাম এলাকাবাসীর ব্যানারে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলে স্থানীয় শিক্ষার্থীসহ এলাকাবাসীর একটাই দাবী নিয়ে মিছিল করে “খেলার মাঠ চাই”।
মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে ছয়সূতী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোসলিম উদ্দিন রতন ও দ্বাড়িয়াকান্দি-কান্দিগ্রাম বাসস্ট্যান্ড বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সভাপতি বিএনপি নেতা মো. আরশ মিয়ার নেতৃত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান ও ঠিকাদার মো. মাহবুবুর রহমান ছোটন, উপজেলা বিএনপির সদস্য মাসুদ মিয়া, খসরু মিয়া, ছয়সূতী ইউনিয়ন বিএনপির যুব বিষয়ক সম্পাদক ও দলিল লেখক দেলোয়ার হোসেন শহীদ (মাকসু), ছয়সূতী ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. সাইফুল ইসলাম, ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জয়নাল আবেদীন, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হোসেন মিয়া, ছয়সূতী ইউনিয়ন যুবদলের সদস্য মো. সেলিম মিয়া, যুবদল নেতা মো. নাজিম উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের নেতা মো. কাওসার মিয়া, কাঞ্চন মিয়া, হারিছ মিয়া, নাসিম উদ্দিন, পল্লী চিকিৎসক মো. ফারুক মিয়া, নাসির উদ্দিন, সেলিম মিয়া, হেলিম মিয়া, সালাহ উদ্দিন, স্বপন মিয়া, এসএম শরীফ, নীরব, সাইফুল, সামী ও মুছাসহ সহস্রাধিক জনতা ও স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
এ সময় বক্তারা বলেন, মাঠ হিসেবে রেকর্ডভূক্ত হওয়া দ্বাড়িয়াকান্দি-কান্দিগ্রাম ঐতিহ্যবাহী খেলার মাঠে প্রায় ৬০ থেকে ৬৫ বছর ধরে এলাকার শিশু কিশোর ও শিক্ষার্থীরাসহ নানান পেশার মানুষ খেলাধুলাসহ ধর্মীয়, সাংস্কৃতিক, সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ড করে আসছিলো। ইদানীং প্রভাবশালী একটি মহলের ভূমিদস্যুরা মাঠটি দখল করে শ্রেণি পরিবর্তন করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। এলাকার জনগণের স্বার্থ রক্ষার্থে এবং যুব সমাজসহ ছাত্র-ছাত্রীদের খেলাধুলার সুবিধার্থে ওই মাঠের শ্রেণি পরিবর্তন না করতে ও ভূমিদস্যুদের হাত থেকে মাঠটি উদ্ধার করে খেলার মাঠ হিসেবে ব্যবহারের সুব্যবস্থা করে দিতে প্রশাসনের নিকট জোর দাবী জানান।
পরে তারা উপজেলা নির্বাহী অফিসার সাবিহা ফাতেমাতুজ-জহুরা এর নিকট একটি স্মারক লিপি জমা দেন।
এর আগে গত ৯ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের সামনে দ্বাড়িয়াকান্দি-কান্দিগ্রাম এলাকাবাসীর ব্যানারে একটি মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শেষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাকীন মাশরুর খান এর হাতে আনুষ্ঠানিক ভাবে দ্বাড়িয়াকান্দি-কান্দিগ্রামের খেলার মাঠের শ্রেণি পরিবর্তন না করার জন্য প্রায় তিনশত মানুষের গণস্বাক্ষরিত একটি আবেদন জমা দিয়েছিলেন। এতে কোন প্রকার কাজ না হওয়ায় তারা পুনরায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে উপজেলা নির্বাহী অফিসার সাবিহা ফাতেমাতুজ্-জোহরা এর নিকট একটি স্মারক লিপি জামা দেন এলাকাবাসী।
এলাকাবাসীর লিখিত আবেদন পাওয়ার সত্যতা স্বীকার করে উপজেলা নির্বাহী অফিসার সাবিহা ফাতেমাতুজ্-জোহরা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাকীন মাশরুর খান বলেন, বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.