|| ২১শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ || ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ || ২৩শে জিলকদ, ১৪৪৬ হিজরি
বাংলাদেশ জামায়াতে ইসলামীকে বিএনপি রাজাকার বলে মিথ্যা অপবাদ দিচ্ছে : আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের।
প্রকাশের তারিখঃ ১১ জানুয়ারি, ২০২৫
হাজীগঞ্জ উপজেলা প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামীকে বিএনপি রাজাকার বলে মিথ্যা অপবাদ দিচ্ছে অভিযোগ করে দলটির প্রতি ঐক্য গড়ার আহ্বান জানিয়েছেন জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের।
আজ দুপুরে চাঁদপুরের হাজীগঞ্জ পাইলট হাইস্কুল মাঠে বিকেলে ও শাহরাস্তি কালিবাড়ি মাঠে সকালে পৃথক উপজেলা জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এই আহ্বান জানান তিনি।
সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, জামায়াতে ইসলামীকে রাজাকার বলে মিথ্যা অপবাদ দিচ্ছে বিএনপি। ২০ বছর একসঙ্গে মিছিল-মিটিং করেছেন, আপনারাতো তার ভাগীদার। সমালোচনা না করে আসুন জাতীয় ঐক্য গড়ে তুলি।
তিনি বলেন, মির্জা ফখরুল ও নজরুল ইসলাম সম্প্রতি বলেছেন জামায়াতের সঙ্গে দূরত্ব নাই। তারা জাতীয় ঐক্য চান। আসুন দেশ গঠনে আমরা জাতীয় ঐক্য গড়ে তুলি। সমালোচনার পর্যালোচনার মিথ্যাচারের রাজনীতি পরিহার করি।
কর্মী সম্মেলনে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মুহাম্মদ মোবারক হোসেন, জেলা জামায়াতের আমির মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী, চাঁদপুর জেলা জামায়েতের সাধারণ সম্পাদক এড. মো. শাহজাহান, হাজীগঞ্জ-শাহরাস্তির জামায়াতের নেতা অধ্যাপক মাওলানা আবুল হোসাইন।
কর্মী সম্মেলনে দুই উপজেলার ওয়ার্ড ও ইউনিয়ন থেকে ব্যানার ফেস্টুন ও পতাকা নিয়ে উপস্থিত হয়
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.