|| ৩১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ || ২রা শাওয়াল, ১৪৪৬ হিজরি
নবীনগর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ।
প্রকাশের তারিখঃ ১০ জানুয়ারি, ২০২৫
মোঃ জাবেদ আহমেদ জীবন
নবীনগর উপজেলা ব্রাহ্মণবাড়ীয়া প্রতিনিধি
অদ্য ১০ ডিসেম্বর রোজ শুক্রবার নবীনগর পাইলট উচ্চ বিদ্যালয় অডিটরিয়ামে নবীনগর উপজেলা ও পৌর বিএনপি'র উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন। নবীনগর উপজেলা বিএনপির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহবায়ক এডভোকেট এম এ মান্নানের সভাপতিত্বে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজুর সঞ্চালনায় এ সময় নবীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল করিম,পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ রানা,
সহ উপজেলা বিএনপি, যুবদল,ছাত্রদল
এবং অঙ্গ সংগঠনে নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে বুকে লালন করে দলকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকার করেন। পাশাপাশি শীতার্তদের সাহায্যের জন্য বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.