|| ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ || ১১ই রজব, ১৪৪৬ হিজরি
দৈনিক ইনকিলাবে নিয়োগ পেলেন জহিরুল ইসলাম জয়
প্রকাশের তারিখঃ ১০ জানুয়ারি, ২০২৫
নিজস্ব প্রতিবেদক,
প্রথম সারির জাতীয় দৈনিক ইনকিলাব পত্রিকার হাজীগঞ্জ উপজেলা সংবাদদাতা হিসাবে নিয়োগ পেলেন সাংবাদিক জহিরুল ইসলাম জয়।
গত ৪ জানুয়ারি দৈনিক ইনকিলাব পত্রিকার ব্যবস্থাপনা পরিচালক এ এম এম বাহাউদ্দীন এর স্বাক্ষরিত পত্রে চাঁদপুরের স্টাফ রিপোর্টার বি এম হান্নানের মাধ্যমে উক্ত নিয়োগপত্র তিনি হাতে পেয়েছেন। এর আগে গত বছরের ২৫ নভেম্বর পত্রিকাটির কার্যালয়ে ইন্টারভিউ নেওয়া হয়।
সাংবাদিক জহিরুল ইসলাম জয় এছাড়াও স্থানীয় দৈনিক চাঁদপুর প্রবাহ, নিউজ পোর্টাল চাঁদপুর টাইমস্ পত্রিকায় কর্মরত রয়েছেন। তাছাড়া তিনি জাতীয় দৈনিক আজকালের খবর, জনকণ্ঠ, আজকের পত্রিকা, কুমিল্লার আলো, চাঁদপুর দর্পনসহ অনেক পত্রিকায় কাজ করার অভিজ্ঞতা রয়েছেন।
নতুন বছরে দেশের সুনামধন্য জাতীয় দৈনিক ইনকিলাব পত্রিকায় নিয়োগপত্র পেয়ে সবার কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন সাংবাদিক জহিরুল ইসলাম জয়।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.