|| ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ || ১০ই রজব, ১৪৪৬ হিজরি
কমলনগরে ডাকাতি মামলার ৪ আসামি গ্রেপ্তার
প্রকাশের তারিখঃ ৯ জানুয়ারি, ২০২৫
সিরাজুল ইসলাম
কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
লক্ষ্মীপুরের কমলনগরে ডাকাতি মামলার ৪ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান দিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন চরলরেন্স ইউনিয়নের চরপাগলা এলাকার মোঃ শাহজাহান ছেলে মোঃ শাহিন আলম (২২), সফিক উল্যাহর ছেলে মোঃ সোহেল (২৮), তোরাবগঞ্জ ইউনিয়নের আলা উদ্দিন মোল্লার ছেলে
মোঃ জীবন (২১), ও নরসিংদী মাধবদী এলাকার আনোয়ার হোসেনের ছেলে মোঃ শাহিন (২৫)। অভিযুক্ত শাহিন আলমের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে।
পুলিশ জানায় গত ২০ ডিসেম্বর চরলরেন্স ইউনিয়নের আনোয়ার হোসেনের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। পরে ২৬ডিসেম্বর আনোয়ারের স্ত্রী শাহিনুর বেগম বাদি হয়ে কমলনগর থানার মামলা করে। পুলিশ দীর্ঘ তদন্ত শেষে বুধবার রাতে মোবাইল ট্যাকিংয়ের মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িত চার আসামিকে গ্রেপ্তার করে। এ সময় তিনটি মোবাইল জব্দ করা হয়।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, ঘটনার সঙ্গে জড়িত ৪ আসামিকে গ্রেপ্তার করে লক্ষ্মীপুর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এ ঘটনায় আর কেউ জড়িত আছে কিনা তদন্ত চলছে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.