|| ২১শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ || ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ || ২৩শে জিলকদ, ১৪৪৬ হিজরি
কমলনগরে কোস্ট গার্ডের অভিযানে ৪০০ কেজি ঝাটকা জব্দ,
প্রকাশের তারিখঃ ৯ জানুয়ারি, ২০২৫
সিরাজুল ইসলাম,রামগতি-কমলনগর,লক্ষ্মীপুর।
লক্ষ্মীপুর কমলনগরে মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৪০০ কেজি জাটকা জব্দ করেছেন কমলনগর কোস্ট গার্ড। বুধবার রাত (৮ জানুয়ারি ) দিবাগত রাত ১২ টায় নদীতে অভিযান চালিয়ে এই ঝাটকা ( ইলিশ) জব্দ করা হয়।
কোস্টগার্ড কমলনগর কন্টিজেন্ট কমান্ডার( সিসি) আবুল কালাম বলেন, রাতে মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৪০০ কেজি ঝাটকা মাছ জব্দ করা হয়। এসময় কাউকে আটক করা যায়নি।
জব্দকৃত জাটকা পরবর্তীতে কমলনগর উপজেলা মৎস্য অফিসের ফিল্ড এসিস্ট্যান্ট আকিদুর রহমান, মেকানিক মো: মেনহাজুল ইসলাম উপস্থিতিতে স্থানীয় মাদরাসা-এতিমখানা ও গরীব ও দুঃস্থদের মধ্যে বিতরণ করেন। এসময় তিনি আরো বলেন, আগামী দিনগুলোতেও বাংলাদেশ কোস্ট গার্ডের এইরূপ অভিযান অব্যাহত থাকবে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.