|| ৯ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৫শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ || ৯ই রজব, ১৪৪৬ হিজরি
রাণীশংকৈলে নারীর ক্ষমতায়ন শীর্ষক প্রকল্পের আওতায় ৮০ জনকে ল্যাপটপ বিতরণ
প্রকাশের তারিখঃ ৮ জানুয়ারি, ২০২৫
হুমায়ুন কবির,,রাণীশংকৈল ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
প্রশিক্ষণের মাধ্যমে প্রযুক্তিগত দক্ষতা অর্জনে নারীদের আত্ম কর্মসংস্থান সৃষ্টিতে সহায়ক ভূমিকা রাখতে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সোমবার (৬ ডিসেম্বর) হার-পাওয়ার প্রকল্পের আওতায় এবং উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহায়তায় ওমেন আইটি সার্ভিস প্রোভাইডার ক্যাটাগরিতে ৪ টি ব্যাচে ২০ জন করে মোট ৮০ জন নারী প্রশিক্ষণার্থীদেরকে বিনামূল্যে একটি করে ল্যাপটপ বিতরণ করা হয়েছে। এদিন বিকালে উপজেলা পরিষদ সভাকক্ষে ইউএনও রকিবুল হাসানের সভাপতিত্বে এ ল্যাপটপ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা আইসিটি কর্মকর্তা মিজানুর রহমান,প্রজেক্ট সমন্বয়ক, ট্রেইনারবৃন্দ ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন। ইউএনও প্রশিক্ষার্থীদের উদ্দেশ্য সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, দীর্ঘ ছয় মাস প্রশিক্ষণ শেষে আপনাদের প্রযুক্তিগত দক্ষতাকে কাজে লাগিয়ে নিজেকে আর্থিকভাবে স্বনির্ভর করার জন্য এ প্রশিক্ষণ ও ল্যাটপ দেওয়া হয়েছে। তাই এটির উপর বিশেষ গুরুত্ব দিয়ে নিজেকে আর্থিকভাবে প্রতিষ্ঠিত করবেন। ল্যাপটপ পেয়ে উপকারভোগী প্রশিক্ষানার্থীরা বলেন,প্রশিক্ষণ শেষে অর্জিত দক্ষতাকে কাজে লাগিয়ে আমরা ঘরে বসে ফ্রিল্যান্সিং করে নিজেকে স্বাবলম্বী করে গড়ে তুলার পাশাপাশি পরিবারকেও আর্থিক সাপোর্ট দিতে পারবো।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.