|| ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ || ২৫শে শাবান, ১৪৪৬ হিজরি
কমলনগরে ইটের ভাটায় অভিযানে ৬লাখ টাকা জরিমানা
প্রকাশের তারিখঃ ৭ জানুয়ারি, ২০২৫
সিরাজুলইসলাম কমলনগর(লক্ষ্মীপুর)প্রতিনিধি,
লক্ষ্মীপুরের কমলনগরে ইট প্রস্তুত ও ভাটায় স্থাপন আইন লঙ্গনের দায়ে ৩টি বাংলা ইটের ভাটায় অভিযান চালিয়ে ৬লাখ ৩০হাজার টাকা জরিমানা ও চিমনী, কিলোন ভেকু মেশিন দিয়ে ভেঙ্গে দেয় ভ্রাম্যমান আদালত।
রবিবার (০৬জানুয়ারী) সকালে উপজেলা চর কাদিরা-তোরাবগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করেন সিনিয়র সহকারি সচিব পরিবেশ অধিদপ্তর ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুলতানা ছালেহা সুমি।
সুলতানা ছালেহা সুমি জানান, পরিবেশ অধিদপ্তর থেকে অবৈধ ইটের ভাটায় কাগজপত্রের বৈধতা, কাঠ পোড়ানোর দায়ে ইট প্রস্তত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রন) ২০১৩সংশোধিত ২০১৯এর ৫-২ ও১৫-১ধারায় (এলএমজি-২লাখ, এসবিএম-২লাখ, আল্লাহরদান বিকস-২লাখ৩০হাজার)টাকা জরিমানা ও ভাটার চিমনী, কিলোন ভেঙ্গে ফেলা হয়। এবং কাচাঁ ইট পানি দিয়ে গুড়িয়ে দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচিত্র রঞ্জন দাস, পরিবেশ অধিদপ্তর জেলা সহকারি, পরিচালক হারুন অর রশিদ, পরিদর্শক মোজাম্মেল হক। এছাড়াও সহযোগিতায় ছিলেন, সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.