|| ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ || ৮ই রজব, ১৪৪৬ হিজরি
আবুধাবিতে রাষ্ট্রদূতের সঙ্গে কমিউনিটির মতবিনিময়
প্রকাশের তারিখঃ ৪ জানুয়ারি, ২০২৫
সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি বাংলাদেশ দূতাবাসে নবনিযুক্ত রাষ্ট্রদূত তারেক আহমেদের সঙ্গে মতবিনিময় করেছে বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ।
এসময় প্রবাসী বাংলাদেশিদের জন্য বিভিন্ন কল্যাণমূলক বিষয় নিয়ে আলোচনা করেন রাষ্ট্রদূত।
গত ৩০ ডিসেম্বর দূতাবাসে মতবিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দূতাবাসের মিনিস্টার (পলিটিক্যাল) শাহনাজ আক্তার রানু, মিনিস্টার (লেবার) মো. আব্দুল আওয়াল, বাংলাদেশ অ্যাসোসিয়েশন দুবাইয়ের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ ইয়াকুব সৈনিক, সিনিয়র কমিউনিটি নেতা প্রকৌশলী সালাউদ্দিন আহমেদ, কামাল হোসাইন সুমন, শিবলী আল সাদিক, সাইফুল ইসলাম তালুকদার, সিরাজুল হক, কামরুল হাসান জনি, তরিকুল ইসলাম শামীম, জাসেদুল ইসলাম প্রমুখ।
এসময় রাষ্ট্রদূত বাংলাদেশিদের জন্য আমিরাতের বন্ধ ভিসা প্রক্রিয়া পুনরায় চালুর বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করার উপর গুরুত্বারোপ করেন। এ ছাড়া অভ্যন্তরীণ মালিক পরিবর্তনসহ প্রবাসীদের চলমান নানা সমস্যার বিষয়ে শুনেন তিনি।
রাষ্ট্রদূত তারেক আহমেদ বলেন, ধীরে ধীরে প্রবাসী বাংলাদেশিদের সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের চেষ্টা করা হবে। এসময় তিনি স্থানীয় আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে সবাইকে অনুরোধ করেন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.