|| ২৭শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৪ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ || ২৮শে শাবান, ১৪৪৬ হিজরি
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় বাসের ধাক্কায় মর্মান্তিক দুর্ঘটনায ৬ জনের মৃত্যু
প্রকাশের তারিখঃ ৩০ ডিসেম্বর, ২০২৪
রবিবার সকাল ১২টার দিকে হাইওয়ে পুলিশ,গাজীপুর রিজিয়ন,অ্যাডিশনাল ডিআইজি (পদোন্নতি প্রাপ্ত) পুলিশ সুপার,ড.আ.ক.ম. আক্তারুজ্জামান বসুনিয়া হাষারা হাইওয়ে থানায় এ প্রেস ব্রিফিং করা হয়।
ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় টোল দেওয়ার জন্য মাওয়াগামী ০৩ নং লেনে একটি প্রাইভেট কারে ড্রাইভারসহ ৪জন ও মোটরসাইকেলে স্ত্রী ও সন্তান সহ টোল প্রদান অপেক্ষায় ছিলেন।
পেছন দিক থেকে দ্রুত ও বেপরোয়া গতিতে বেপারী পরিবহন নামের একটি বাস ধাক্কা দিলে প্রাইভেটকার ও মোটরসাইকেটি ধুমরে মুছরে যায়।
এসময় প্রাইভেট কারে থাকা ড্রাইভারসহ ৪ জন, মোটরসাইকেলে বাবা মায়ের সাথে থাকা ৬ মাসের শিশুটি ও পরে হাসপাতালে তার মায়ের মৃত্যু হয়।
প্রেস ব্রিফিং তিনি জানান,গত শনিবার (২৮ ডিসেম্বর) মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার নন্দনকোনা গ্রামের মো. নুরুল আমিন বাদী হয়ে ঢাকা জেলার দক্ষিন কেরানীগঞ্জ থানায় সড়ক পরিবহন আইন ২০১৮ এর মামলা নং ৫১ ধারায় ৯৮/৯৯/১০৫ মামলা করেন।
এ ঘটনায় আমরা হাইওয়ে পুলিশ ও রেব অভিযান করে ড্রাইভার মো. নুর উদ্দিনকে (৩০) তার ফুপুর বাড়ি নারায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে ও বেপারী পরিবহনের ব্যানার মালিক মো. ডাবলু বেপারীসহ (৪৭) দুই আসামীকে গ্রেপ্তার করেছি। পলাতক অজ্ঞাত আরো আসামী রয়েছে। বাকিদের ধরার অভিযান অব্যাহত থাকবে।
চালকে ডোপটেস্ট করা হয়েছে। চালকের ড্রাইভিং লাইসেন্স নেই। গাড়িটি আগের দিন ঠিকঠাক করে রাস্তায় নামানো হয়। গাড়িটির ফিটনেস নেই এক বছর আগেই মেয়াদ শেষ হয়েছে। প্রাথমিকভাবে গাড়ির ব্রেক ঠিক আছে। তবে বিআরটিএ বিশেষজ্ঞগনের রিপোর্ট দিবেন। এই দুর্ঘটনার দায়, চালক, মালিক, পরিবহন ব্যানার মালিক কেউ এরাতে পারে না।
প্রেস ব্রিফিং এ সাথে ছিলেন হাঁসাড়া হাইওয়ে থানা, অফিসার ইনচার্জ মো. আঃ কাদের জিলানী।
আরিফুল ইসলাম খান সিরাজদিখান
০১৭৭৮৮০৫১১১
২৯/১২/২৪
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.