|| ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ || ১০ই রজব, ১৪৪৬ হিজরি
কুলিয়ারচরে দলীয় অফিস ও ফুটবল খেলা উদ্বোধন করেন শরীফুল আলম
প্রকাশের তারিখঃ ৩০ ডিসেম্বর, ২০২৪
মোঃ আলী সোহেল, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি :
কিশোরগঞ্জের কুলিয়ারচরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)'র ছয়সূতী ইউনিয়ন শাখা ও অঙ্গ সংগঠনের প্রধান কার্যালয় উদ্বোধন করা হয়েছে।
গতকাল রোববার (২৯ডিসেম্বর) বিকালে উপজেলার ছয়সূতী বাসস্ট্যান্ডে প্রধান কার্যালয় ফিতা কেটে আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন করেন বিএনপি'র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপি'র সভাপতি মো. শরীফুল আলম সিআইপি।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুলিয়ারচর উপজেলা বিএনপি'র সভাপতি নূরুল মিল্লাত, পৌর বিএনপি'র সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী মো. রফিকুল ইসলাম, উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক এম.এ হান্নান ও পৌর বিএনপি'র সাধারণ সম্পাদক হাজী মো. শাহাদাত হোসেন শাহ্ আলম।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছয়সূতী ইউনিয়ন বিএনপি'র সভাপতি সালাহ উদ্দিন মুর্শেদ নিজামী বাবুল।
অনুষ্ঠানে প্রবেশের সময় ছয়সূতী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের পক্ষ থেকে নেতা কর্মীরা ফুল ছিটিয়ে ও ফুলের তোড়া দিয়ে প্রধান অতিথিকে অনুষ্ঠানে বরণ করে নেন। পরে ছয়সূতী ইউনিয়ন যুব সমাজের উদ্যোগে ইউনিয়ন কেন্দ্রীয় ঈদগাহ মাঠে বেলুন ও শান্তির পায়রা উড়িয়ে ফ্রিজ কাপ ফুটবল ফাইনাল খেলার শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি বিশিষ্ট ক্রীড়া সংগঠক, ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবের সাবেক সহ-সভাপতি, বাংলাদেশ ফুটবল ফেডারেশন এর সদস্য, ঢাকা ইউনাইটেড ক্লাবের চেয়ারম্যান ও কেন্দ্রীয় বিএনপি'র সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপি সভাপতি মো. শরীফুল আলম সিআইপি।
অনুষ্ঠানে উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীবৃন্দ উপস্থিত ছিল।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.