|| ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ || ১০ই রজব, ১৪৪৬ হিজরি
বিজয়ীর উদ্যোগে বৌ বাজারের ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে কম্বল বিতরন
প্রকাশের তারিখঃ ২৯ ডিসেম্বর, ২০২৪
চাঁদপুর পুরান বাজারে নারীদের গড়ে তোলা বৌ বাজারের ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে বিজয়ী নারী উন্নয়ন সংস্থা এর পক্ষ থেকে কম্বল বিতরন করা হয়।
অদ্য ২৭শে ডিসেম্বর শুক্রবার সকাল ১০ ঘটিকায় বিজয়ী নারী উন্নয়ন সংস্থা এর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খানের উদ্যোগে এ বছরের ৬ষ্ঠ বারের মত কম্বল বিতরন করা হয়।
বিজয়ী এর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান বলেন শীত সকলের জন্য সুখের হয়না। খেটে খাওয়া মানুষের জন্য বিশেষ করে এই বাজারে নারীরা সেই কাক ডাকা ভোর থেকে তাদের পন্য কেনা বেচা করে। এই শীতে ওনার অনেক বেশী কষ্ট পায়। তাই আজকের আয়োজন বৌ বাজারের ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য।
বিজয়ী শীতের শুরু থেকে পুরান বাজারের বিভিন্ন মাদ্রাসা, মন্দিরে, পাড়া মহল্লায় কম্বল বিতরন করেছে। তারই ধারাবাহিকতায় ৬ষ্ঠ বারের মত আজকে এই বাজারের ব্যবসায়ীদের কম্বল বিতরন করা হয়। গতকাল রাতে পুরান বাজারের কমিউনিটি পুলিশের কর্মকর্তাদের কম্বল বিতরন করা হয়েছে।
উল্লেখ্য যে,অল্পখরচে প্রয়োজনীয় নিত্যপণ্য পাওয়ায় খেটে খাওয়া মানুষের মাঝে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে অস্থায়ী বাজারটি। এখানকার বেশিরভাগ ক্রেতা-বিক্রেতাই নারী হওয়ায় তা প্রতিষ্ঠা পেয়েছে ‘বৌ বাজার’ নামে।
এই বাজারের মাধ্যমে কর্মসংস্থান হয়েছে অসহায় শতাধিক নারীর। তাদের কষ্টার্জিত আয়ে ঘুরছে সংসারের চাকা।পাঁচ টাকার তরকারি বা মসলাসহ চাহিদা অনুযায়ী পণ্য কিনতে পারেন ক্রেতারা।
এ সময় উপস্থিত ছিলেন বিজয়ী এর স্বপ্নদ্রষ্টা আশিক খান, বিজয়ী এর ভলেনটিয়ার
বর্ষা আক্তার, মরিয়ম আক্তার, সূচনা আক্তার, নাসরিন আক্তার, জান্নাত আক্তার নিলি, রুবাইয়া ইসলাম, সুমাইয়া ইসলাম স্বনাসহ কর্মকর্তাবৃন্দ।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.