|| ২২শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ || ২৩শে শাবান, ১৪৪৬ হিজরি
শীতার্তদের পাশে পূর্ব ঘোপাল একতা সংসদ
প্রকাশের তারিখঃ ২৮ ডিসেম্বর, ২০২৪
ফেনীর ছাগলনাইয়া উপজেলা ঘোপাল ইউনিয়নে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। পূর্ব ঘোপাল একতা সংসদ এর ব্যবস্থাপনা ও আমেরিকা প্রবাসী তাসলিমা আক্তারের পক্ষ থেকে এ কম্বল বিতরণ করা হয়।
শুক্রবার বিকেলে একতা সংসদ প্রাঙ্গণে দ্বিতীয় ধাপে প্রায় দুই শতাধিক শীতার্তদের মাঝে এ কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সাবেক যুগ্ম সম্পাদক, ইউনিয়ন বিএনপি সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপি বর্তমান সাধারণ সম্পাদক পদপ্রার্থী আলমগীর ছিদ্দিকী।
একতা সংসদ এর সভাপতি মো. মোশারফ হোসেন পাটোয়ারী সভাপতিত্বে ও ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ইমরান নাজির রাব্বির সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন চাঁদগাজী স্কুল এন্ড কলেজের বাংলা প্রভাষক লায়ন মো. মোর্শেদ হোসেন, উপজেলা ছাত্রদলের সভাপতি নাদিম উদ্দিন। অতিথি ছিলেন উপজেলা বিএনপি সাবেক অর্থ সম্পাদক সিকান্দার ভুট্রো, একতা সংসদ এর সদস্য জামাল উদ্দিন প্রমুখ।
এসময় আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক হোসেন রাকিব, সদস্য মনসুর, ৪ নং ওয়ার্ড ছাত্রদলের মেহেদী, রায়হান, সায়েম, আকাশ, শরীফ সহ আরো অনেকে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.