|| ৯ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৫শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ || ৯ই রজব, ১৪৪৬ হিজরি
ঠাকুরগাঁও গড়েয়ায় শহিদদের কবর জিয়ারত ও আল্লামা সাঈদী স্মৃতি সংসদ এর উদ্বোধন
প্রকাশের তারিখঃ ২৭ ডিসেম্বর, ২০২৪
ঠাকুরগাঁও গড়েয়ায় শহিদদের কবর জিয়ারত ও আল্লামা সাঈদী স্মৃতি সংসদ এর উদ্বোধন
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁও গড়েয়ায় শহিদদের কবর জিয়ারত ও আল্লামা সাঈদী স্মৃতি সংসদ উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শুক্রবার(২৭ ডিসেম্বর)সকাল ৯ টায় নয়া গড়েয়া হাট কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জামায়াতে ইসলামী বাংলাদেশ,ঠাকুরগাঁও সদর উপজেলার ১৩নং গড়েয়া ইউনিয়নের উদ্যোগে গত ২০১৩ সালে ২৮ ফ্রেব্রুয়ারি আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীর ফাঁসির রায় ঘোষণার পর পরই আওয়ামী সন্ত্রাসী পুলিশ ও বিজিবির গুলিতে নিহত শহিদদের স্মরণে আলোচনা, দোয়া ও সাঈদী স্মৃতি সংসদ উদ্বোধন করা হয়।
গড়েয়া ইউনিয়ন জামায়াতের আমির আব্দুল মজিদের সভাপতিত্বে গড়েয়ায় আল্লামা সাঈদী স্মৃতি সংসদ উদ্বোধন করেন, সাবেক নায়েবে আমীর শহিদ আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীর সুযোগ্য পুত্র শামীম বিন সাঈদী।
এসময় উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও সদর উপজেলা জামায়াতের আমির মিজানুর রহমান, ভুল্লী থানার আমির আব্দুর রহমান, ঠাকুরগাঁও সদর উপজেলার সাবেক আমীর সামসুজ্জামান দুলাল, গড়েয়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি কামরুজ্জামান নুরুল হুদা,বাংলাদেশ জামায়াতে ইসলামী গড়েয়া ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মনিরুজ্জামান মনির, সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির গড়েয়া ইউনিয়ন শাখার সভাপতি আবু সাঈদ প্রমুখ।
এ সময় শামীম সাঈদী তাঁর বক্তব্যে বলেন, গড়েয়া সহ সারাদেশে সকল শহিদদের হত্যাকারীদের বিচার করাহবে ইনশাআল্লাহ।
উল্লেখ্য যে, ২০১৩ সালের ২৮ ফ্রেব্রুয়ারি দেলোয়ার হোসেন সাঈদীর ফাঁসির রায়ের প্রতিবাদ মিছিলে আওয়ামী দুঃশাসনের ধারক ও বাহকপুলিশ ও বিজিবির নির্বিচারে গুলিতে নির্মম গণ হত্যার শিকার হন ফিরোজ(২৫) রুবেল(১২) দাইমুল(১৪) দুলাল ইসলাম(১৯)সকলের সাং-চোঙ্গা খাতা। মনির(১৭) সাং-গড়েয়া গোপালপুর সকলের থানা ও জেলা ঠাকুরগাঁও। নিরঞ্জন মিঠুন(১৮)পিতা - নিতাইপাল, সাং-পাল পাড়া,থানা-বীরগন্জ সহ আরো অনেকে গুলিতে গুরুতর আহত হন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী গড়েয়া ইউনিয়ন যুব বিভাগের রহিদুল ইসলাম রহিদ।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.