|| ৯ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৫শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ || ৯ই রজব, ১৪৪৬ হিজরি
বাভাসি সম্মাননা পেলেন সাংবাদিক মাসুম বিল্লাহ রাকিব
প্রকাশের তারিখঃ ২৬ ডিসেম্বর, ২০২৪
পর্দা নামলো ‘আন্তর্জাতিক বাভাসি চলচ্চিত্র উৎসব-২০২৪’ এর। এবার ৮ম বারের মতো এ উৎসবের আয়োজন করা হয়েছিল। মঙ্গলবার সন্ধ্যায় সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন সংস্কৃতিজন পীরজাদা শহীদুল হারুন ও প্রধান বিচারপতি সিদ্দিকুর রহমান মিয়া (আপিল বিভাগ, বাংলাদেশ সুপ্রীম কোর্ট। রাজধানীর কেন্দ্রীয় কচি-কাঁচার মেলা’য় আন্তর্জাতিক বাভাসি চলচ্চিত্র পুরষ্কার অনুষ্টানের আয়োজন করা হয়। এবার সাংবাদিকতার অবদানের জন্য সম্মাননা পান দৈনিক যায়যায়দিন পত্রিকার সাংবাদিক মাসুম বিল্লাহ রাকিব। বিশেষ এ সম্মাননা পেয়ে উচ্ছ্বসিত তিনি। এ প্রসঙ্গে রাকিব বলেন, 'সম্মাননা পাওয়াটা অনেক আনন্দের। এ সম্মাননা আমার কাজের গতি আরও বাড়িয়ে দিবে। আন্তর্জাতিক মানের এ সম্মাননা আমার জীবনে স্মরণীয় হয়ে থাকবে। সেই সাথে ধন্যবাদ জানাই যারা এমন সুন্দর একটি আয়োজন করেছেন।'
বাভাসি চলচ্চিত্র উৎসবের এবার জুরি বোর্ডে ছিলেন পরিচালক ও প্রযোজক নাজনীন হাসান খান, ফরিদুল ইসলাম রুবেল- নাট্যকার ও প্রযোজক, অপর্ণা রানী রাজবংশী- নাট্যকার ও প্রযোজক, রাকিবুল হাসান সোহেল (আর এইচ সোহেল- পরিচালক ও প্রযোজক, এনায়েত উল্যাহ সৈয়দ (শিপুল সৈয়দ)- অভিনেতা, নাট্যকার ও পরিচালক। দেশ ও দেশের বাহির থেকে ১৫৩টি চলচ্চিত্র জমা পড়ে। সেখান থেকে প্রদর্শীত ১০টি চলচ্চিত্রের মধ্যে ৫ ক্যাটাগরিতে ৫ জনকে চূড়ান্ত হিসেবে পুরস্কার প্রদান করা হয়। উৎসবে সেরা অভিনেতা খালেদ হোসেন চৌধুরী (বিশ্বসুন্দরী)। সেরা চিত্রনাট্যকার কনা তেরেজা পালমা (প্রায়শ্চিত্ত)। সেরা চলচ্চিত্র নির্মাতার পুরস্কার মিরুজ খান রাজ (মরিচিকা)। সেরা মিউজিক ডিরেক্টর মীর হাসান স্বপন (মায়ের ইচ্ছা)। সেরা সম্পাদক দুলাল রহমান (সরি)।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.