এসময় উপস্থিত ছিলেন অত্র মাঠদিবসের সভাপতি,মোঃআমজাদ হোসেন, অতিরিক্ত পরিচালক,কৃষি সম্প্রসারণ অধিদপ্তর,কুমিল্লা অঞ্চল। জনাব আবু তাহের, উপ পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চাঁদপুর, বিশেষ অতিথি ড. সাফায়েত সিদ্দিকী উপ-পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঢাকা। বিভিন্ন উপজেলা থেকে আগত কৃষি অফিসার বৃন্দ মতলব উত্তর উপজেলার সকল উপসহকারী অফিসার বৃন্দ, এবিএম নাসির উদ্দিন সরকার সাদুল্যাপুর ড্রাগন বাগানের মালিক সহ মতলব উত্তর উপজেলার সম্মানিত সাংবাদিক বৃন্দ, আগত কৃষক কৃষাণী বৃন্দ।
উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল মোহাম্মদ আলীর সঞ্চালনায় প্রথমে কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের মূল পর্ব শুরু হয়।অতঃপর চাঁদপুরের ডিডির স্বাগত বক্তব্য, বিশেষ অতিথির বক্তব্য, প্রধান অতিথির বক্তব্য, সর্বশেষ সভাপতির বক্তব্য ও সম্মাননা স্মারক গ্রহণের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। এসময় চাঁদপুর মতলবের কৃষি উন্নয়ন বিষয়ক বর্তমান ও ভবিষ্যত পরিকল্পনা নিয়ে অনেক তথ্য শেয়ার করেন ডিজি মোঃ সাইফুল আলম। অনুষ্ঠান শেষে ড্রাগন বাগান ও আঙ্গুরের বাগান পরিদর্শন করেন এবং সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।
এ প্রসঙ্গে সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ আতাউর রহমান সরকার বলেন, মতলব উত্তর উপজেলার কৃষি উন্নয়ন, ভবিষ্যৎ কৃষি জমি রক্ষায় জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এবং বর্তমানে এলাকার কৃষি উদ্যোক্তা ও সাধারণ কৃষকদের স্বেচ্ছায় পরামর্শ দেওয়ার জন্য মূলত এটি একটি অনলাইন প্লাটফর্ম তৈরি করেছি। এর একটি ফেসবুক গ্রুপ রয়েছে যেখানে উন্মুক্তভাবে কৃষি উদ্যোক্তা , জমির মালিক ,ব্যবসায়ী, সাধারণ জনগণ যুক্ত হয়েছে। আর একটি মেসেঞ্জার গ্রুপ রয়েছে যেখানে কৃষি উদ্যোক্তারা সার্বক্ষণিক আমাদের উপজেলা কৃষি কর্মকর্তা মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করতে পারেন এবং বিভিন্ন সমস্যা সমাধান করতে পারেন। এটি একটি সেবামূলক সংগঠন। এর সদস্যরা সব সময় একে অন্যকে বিভিন্নভাবে পরামর্শ দিয়ে আসছে। ভবিষ্যতে ও পরামর্শ দেওয়ার জন্য প্রস্তুত। পর্যায়ক্রমে প্রতিটি ইউনিয়নে এক একটি স্বেচ্ছাসেবী টিম এর মাধ্যমে সাধারণ কৃষকদের পরামর্শ দেওয়া হবে। সংগঠনটির গঠনতন্ত্র অনুযায়ী কমিটির দুই বছর মেয়াদ। ইতিমধ্যে দুই বছর শেষ হয়েছে। আগামী ২০২৫-২৬ সালের জন্য কমিটির সংস্কার করে শীঘ্রই নতুন কমিটি ঘোষণা করা হবে।
সংগঠনটি সম্পর্কে চাঁদপুরের সাবেক উপ-পরিচালক ড. সাফায়াত সিদ্দিকী বলেন, দীর্ঘদিন যাবত আমি সংগঠনটির সাথে ছিলাম। সংগঠনটি মতলবের কৃষি উন্নয়নে অত্যন্ত ভালো ভূমিকা পালন করে যাচ্ছে। আমি এর সাফল্য কামনা করছি।
উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল মোহাম্মদ আলী বলেন, এটি সরকারি -বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করা কিছু শিক্ষিত কৃষি উদ্যোক্তাদের নিয়ে গঠিত একটি আদর্শ প্লাটফর্ম। ইতিমধ্যে এই প্লাটফরমটির কার্যকরীতা দেখে আমি অত্যান্ত আনন্দিত হয়েছি।সংগঠনটি আমাদের সাথে পরামর্শ করে এক যুগে মতলবের কৃষির উন্নয়নে কাজ করে যাচ্ছে। আমি সার্বক্ষণিক সংগঠনটির পাশে আছি। আমি এই সংগঠনটির স্থায়িত্ব ও সাফল্য কামনা করছি।