|| ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ || ১০ই রজব, ১৪৪৬ হিজরি
সিরাজ গন্জে ট্রাক উল্টে নিহত মতলব এর ট্রাক মালিক নুরমোহাম্মদ
প্রকাশের তারিখঃ ২৪ ডিসেম্বর, ২০২৪
মো: আতাউর রহমান সরকার ( মতলব উত্তর প্রতিনিধি): সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গমবোঝাই একটি ট্রাক উল্টে এর মালিক নুর মোহাম্মাদ (৬১) মারা গেছেন। আজ মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা-পাবনা মহাসড়কের উল্লাপাড়া পৌরসভার ফায়ার সার্ভিস স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।
নিহত নুর মোহাম্মাদ চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার ছেংঙ্গারচর পৌরসভার ৫ নং ওয়ার্ডের ওটারচর গ্রামের সরকার বাড়ির মৃত আব্দুল গণি সরকারের ছেলে। উল্লাপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন লিডার সাইফুল ইসলাম নুর মোহাম্মাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, নারায়ণগঞ্জ থেকে গম নিয়ে ট্রাকটি গাইবান্ধা যাচ্ছিল। উল্লাপাড়া ফায়ার সার্ভিস স্টেশন অফিসের পাশে ট্রাকটি নষ্ট হয়ে যায়। পরে ট্রাকের চালক ও হেলপার স্থানীয় মিস্ত্রি ডেকে জ্যাক দিয়ে ট্রাকটি তুলে মেরামত করছিলেন। হঠাৎ করে জ্যাকটি ফসকে গেলে ট্রাকটি উল্টে পাশে পড়ে যায়। এসময় মিস্ত্রি ও চালক দৌড়ে প্রাণে বাঁচলেও ট্রাকের নিচে চাপা পড়েন ট্রাক মালিক নুর মোহাম্মাদ সরকার। পরে উল্লাপাড়া মডেল থানা-পুলিশ, হাইওয়ে থানা-পুলিশ, ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহযোগিতায় ট্রাকটি সরিয়ে নুর মোহাম্মাদের মরদেহ উদ্ধার করে।
খবর পেয়ে নুর মোহাম্মদ সরকার এর জামাতা নুরহোসেন বিপ্লব সহ কয়েক জন নিকট আত্নীয় এম্বুলেন্স নিয়ে উল্লাপাড়া মডেল থানার উদ্দেশ্যে রওনা হয়েছে।
জানা যায়, নুরমোহাম্মদ সরকার প্রায় দুইযুগ প্রবাস জীবন অতিবাহিত করে গত দুবছর যাবত দেশে ফিরে মালবাহী ট্রাক ক্রয় করেন। মৃত্যুকালে তিনি দুই কন্যা সন্তান ও এক স্ত্রী রেখে গেছেন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.