|| ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ || ১০ই রজব, ১৪৪৬ হিজরি
সিরাজদিখানে স্বাস্থ্যসেবা উন্নয়নে কর্মশালা অনুষ্ঠিত
প্রকাশের তারিখঃ ২১ ডিসেম্বর, ২০২৪
আরিফুল ইসলাম খান সিরাজদিখান
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নাগরিকদের সহজলভ্যভাবে স্বাস্থ্যসেবা অধিকার প্রতিষ্ঠা শীর্ষক প্রকল্পের ৩ দিনব্যাপী ওরিয়েন্টেশন কর্মশালা শুরু হয়েছে। সিরাজদিখান উপজেলার ইছাপুরা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে শনিবার সাপ্তাহিক বিক্রমপুর চিত্র পত্রিকার আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে ডেভলপমেন্ট সোসাইটি, প্রকৃতি সংরক্ষণ ও উন্নয়ন সংস্থা এবং সাপ্তাহিক বিক্রমপুর চিত্রের ২০ জন প্রশিক্ষণার্থী অংশ গ্রহণ করেন।
এ প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে নাগরিকের চিকিৎসা সেবার মান উন্নয়ন এবং সেবা গ্রহীতাদের সংখ্যা বৃদ্ধি করা।
প্রশিক্ষক ছিলেন সৈয়দ রোকন উদ্দিন আহমেদ। আরো উপস্থিত ছিলেন
সাবেক সচিব ও প্রকৃতি সংরক্ষণ কমিটির নির্বাহী পরিচালক কে এম তারিকুল ইসলাম, প্রোগ্রাম কর্মকর্তা গৌতম সান্যাল সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন বিক্রমপুর চিত্রের প্রধান সম্পাদক শহীদ-ই-হাসান তুহিন, সাব এডিটর শাজাহান মিয়া, সময়ের আলো পত্রিকার প্রতিনিধি জুয়েল রানা, যায়যায়দিন প্রতিনিধি কাজী নজরুল ইসলাম বাবুল, ভোরের ডাক পত্রিকার প্রতিনিধি জাবেদুর রহমান যুবায়ের, গণমুক্তি পত্রিকা প্রতিনিধি আলী আহাম্মদ চৌধুরী, বাংলাদেশ কন্ঠ হাবিব হাসান, ভোরের সময় পত্রিকার আরিফুর রহমান প্রমুখ।#
আরিফুল ইসলাম খান সিরাজদিখান
২১-১১-২০২৪
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.