|| ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ || ১০ই রজব, ১৪৪৬ হিজরি
মতলবে অটোচালককে হত্যা করে ব্যাটারী ছিনতাই,লাশ উদ্ধার
প্রকাশের তারিখঃ ২১ ডিসেম্বর, ২০২৪
সমির ভট্রাচার্য্য :মতলব প্রতিনিধি
চাঁদপুরের মতলব দক্ষিণের খাদেরগাঁও ইউনিয়নের বেলতী এলাকায় এক অটো চালককে শ্বাসরোধে হত্যা করে তাঁর অটোরিকশার ব্যাটারী ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আজ ৩০ নভেম্বর শনিবার সকালে পুলিশ তার মরদেহ উদ্ধার করে চাঁদপুর জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
জানা যায়, নিহত অটোরিকশা চালকের নাম মঈন উদদীন (১৬)। তিনি উপজেলার উপাদি উত্তর ইউনিয়নের ডিঙাভাঙা গ্রামের নাছির উদ্দীন মিয়াজির ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহমেদ।
তিনি বলেন, শনিবার সকালে খাদেরগাঁও ইউনিয়নের বেলতী গ্রামের খালেরপাড় ১৫/১৬ বছর বয়সী এক কিশোরের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন। পরে তারা থানায় খবর দেন।
পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। তার পরনে জিন্সের প্যান্ট ও গেঞ্জি পরা অবস্থায় ছিল। গলায় আঘাতের চিহ্ন রয়েছে।
ওসি বলেন, নিহতের অটোরিকশাটি নওগাঁও গ্রামের পাঠান বাড়ির সামনে থেকে উদ্ধার করা হয়েছে। তবে ব্যাটারী পাওয়া যায়নি।
নিহতের পিতা নাছির উদ্দীন মিয়াজি বলেন, গতকাল (শুক্রবার) বিকেল তিনটার দিকে একটা ফোন পেয়ে আমার ছেলে ঘর থেকে বেরিয়ে যায়। সন্ধ্যায় বাড়ি ফিরে না আসায় আশপাশে খোজাখুজি শুরু করেন।রাতে মোবাইলে কল দিয়ে তাকে না পাওয়া গেলে আমি উপজেলার বিভিন্ন জায়গায় সন্ধান করি। পরে আজ সকালে ধনারপাড় এলাকায় এলে লোকজনের মুখে শুনতে পাই বেলতী গ্রামে একটি লাশ পাওয়া গেছে । পুলিশের গাড়ি গড়েভাঙা গ্রামে গিয়েছে শুনে সেখানে যাই। গিয়ে দেখি আমার ছেলের নিথর দেহটা পরে আছে।
এলাকাবাসী জানান, দুই ভাই এক বোনের মধ্যে নিহত মাইনউদ্দিনই বড়। সে অটোরিকশা চালিয়ে সংসার ও ভাই বোনের লেখাপড়ার খরচ চালাতেন।
ঘটনাস্থল অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত কুমার রায়, সহকারী পুলিশ সুপার(মতলব সার্কেল) খায়রুল কবির পরিদর্শন করেছেন।
মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহমেদ বলেন, এ বিষয়ে নিহতের স্বজনরা লিখিত অভিযোগ প্রস্তুত করছেন। সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে পাঠানা হয়েছে। নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে বলে ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হতে পারে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.