|| ২৭শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৪ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ || ২৮শে শাবান, ১৪৪৬ হিজরি
ওমানে সড়ক দুর্ঘটনায় আহত বাংলাদেশীর মৃত্যু
প্রকাশের তারিখঃ ২০ ডিসেম্বর, ২০২৪
সিরাজুল ইসলাম কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
ওমানে সড়ক দুর্ঘটনায় আহত মো. সেলিম (৫০)নামের বাংলাদেশী এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার বাংলাদেশ সময় ভোর ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার বাড়ি লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার হাজিরহাট ইউনিয়নে। সে ওই ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মনু হাওলাদার বাড়ির নিজাম উদ্দিনের ছেলে।
মৃত সেলিমের স্ত্রী জানান, দীর্ঘ ২০ বছর বছর থেকে ওমানের দুকুনে এলাকায় কাজ করছেন সেলিম। প্রায় সাড়ে ৪ আগে কর্মস্থলে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় আহত হন তিনি। পরে ওখানে বাংলাদের লোকজন তাকে উদ্ধার করে একটি হাসপাতালে ভর্তি করে। ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
সেলিমের মরদেহ প্রবাসী কল্যান মন্ত্রণালয়ের মাধ্যমে দ্রুত দেশে ফিরিয়ে আনতে প্রশাসনের কাছে দাবি জানান তার পরিবার।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.