|| ২০শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৫ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৮ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
মুন্সীগঞ্জের শ্রীনগরে পুকুর থেকে ভাসমান অবস্থায় লাশ উদ্ধার
প্রকাশের তারিখঃ ১৯ ডিসেম্বর, ২০২৪
মুন্সীগঞ্জের শ্রীনগরে পুকুর থেকে ভাসমান অবস্থায় লাশ উদ্ধার
মুন্সীগঞ্জের শ্রীনগরে পুকুরে ভাসমান অবস্থায় থাকা এক ব্যাক্তির লাশ উদ্ধার করে থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে শ্রীনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
১৯ ডিসেম্বর বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে উপজেলার সিংপাড়া বেলতলী গ্রামের জি জে উচ্চ বিদ্যালয়ের পুকুরপাড়ে পানি থেকে এ লাশটি উদ্ধার করা হয়।
নিহত ব্যাক্তির নাম ইজ্জত আলী (৪৫)। সে গাজীপুর জেলার কাশিমপুর রুপায়তলী গ্রামের আব্দুল খালেকের ছেলে।
স্থানীয়রা জানায় স্কুলের সামনের পুকুরপাড় সংলগ্ন সিকদার বাড়ীর খোলা বারান্দায় লোকটি ৪/৫ দিন যাবৎ রাতে ঘুম আসতো। সে মৌসুমি শ্রমিকের হিসেবে এখানে কাজ করতো।
শ্রীনগর উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন কর্মকর্তা দেওয়ান আজাদ জানান, স্থানীয়দের ফোনে খবর পেয়ে বেলা ১১ টার দিকে লাশটি উদ্ধার করে শ্রীনগর থানা পুলিশের নিকট হস্তান্তর করেছি।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.